সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

সদাগর কুরিয়ার সার্ভিসের গাড়ীতে ভারতীয় শাড়ী ও চিনিসহ ১৭ পন্য বিজয়নগরে আটক, গ্রেপ্তার দুই

একুশে সংবাদ প্রকাশিত: ০৯:৪০ পিএম, ২৯ মার্চ, ২০২৪

বিজয়নগরে ভারতীয় শাড়ী ও চিনিসহ প্রায় ১৭ জাতীয় পন্য আটক করেছে এবং দুইজনকে গ্রেপ্তার করেছে বিজয়নগর থানা পুলিশ।

গোপন সংবাদের ভিত্তিতে বিজয়নগর থানার ওসি মোঃ আসাদুল ইসলাম এর নেতৃত্বে একদল পুলিশ গত বৃহস্পতিবার গভীর রাতে ঢাকা-সিলেট মহাসড়কের চান্দুরা নামক স্হানে সিলেট থেকে ছেরে আসা সদাগর কুরিয়ার সার্ভিসের একটি কাভার ভ্যানসহ দুইটি কাভার ভ্যানকে আটক করে। 

পরে দুটি কাভার ভ্যানে ভারতীয় পন্য থাকায় বিজয়নগর থানায় নিয়ে আসে এবং উপস্থিত লোকজনের গাড়ী তল্লাশী করে অবৈধ পথে আসা ভারতীয় পন্য পায় এসময় গাড়ীর চালক এসকল পন্যের কোন ধরনের কাগজপত্র দেখাতে পারেনি। কাভারভ্যানে থাকা ভারতীয় ৪৬৮ পিচ শাড়ী, ২০৪ বস্তা চিনি, ৩১৬৮ পিচ কুকুনাট অয়েল, ৩৫৫২ পিচ দু‍‍`রকমের নবরত্ন তেল, ৪৮০ পিচ জনসন সেম্পু, ১৩৬৮ পিচ মেগব্রীজ, ১২০ পিচ ডাবল আমল হেয়ার অয়েল, ৪৮ পিচ গোল্ড ইস্কাপ, ৩৪৪০ পিচ পন্স ব্রাইন্ড প্রেস ওয়াশ, ৬২৪ পিচ গার্নিয়ার ক্রীম, ৩৩০ পিচ বাটিকা নারিকেল তেল, ৮৮২ পিচ ওলিভয়েল তেল দ‍‍`রকমের, ২১০ পিচ হিমালয় ফ্রেসওয়াশ, ১২০ পিচ পনন্স, ৪৮ পিচ গোল্ড ফেসপ্যাকসহ দুইটি কাভারভ্যান। যার আনুমানিক মুল্য ৮১ লক্ষ ৩০ হাজার আটশত ষাট টাকা।

এব্যাপারে বিজয়নগর থানার একটি মামলা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে বিজয়নগর থানার ওসি মোঃ আসাদুল ইসলামের সাথে কথা বললে তিনি এর সত্যতা স্বীকার  করে বলেন আমরা গোপন সংবাদের ভিত্তিতে এমালামাল আটক করেছি। ভারত থেকে অবৈধ পথে আমাদের দেশে আসে এবং দেশের বিভিন্ন স্হানে পাচার হওয়ার সময় আমরা এগুলি আটক করি। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

একুশে সংবাদ/বেলায়েত হোসেন

সারাবাংলা বিভাগের আরো খবর