সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

কালীগঞ্জ কল্যাণ সমিতির প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

একুশে সংবাদ প্রকাশিত: ০৭:৪৭ পিএম, ২৯ মার্চ, ২০২৪

কালীগঞ্জ কল্যাণ সমিতির আয়োজনে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে গাজীপুরের কালীগঞ্জে এক প্রতিনিধি সম্মেলন ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৯ মার্চ) উপজেলার মোক্তাপুর ইউনিয়নের অডিটোরিয়ামে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে-এ প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়।  

মাওলানা মাহমুদুল হাসানের সভাপতিত্বে আফতাবউদ্দিনের সঞ্চালনায় প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় নির্বাচন বিভাগের পরিচালক অধ্যক্ষ ইজ্জত উল্লাহ। 

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা কল্যাণ সমিতির সভাপতি ডঃ জাহাঙ্গীর আলম, গাজীপুর মহানগর কল্যান সমিতির সেক্রেটারী মোঃ খায়রুল হাসান। 

প্রধান অতিথি সমাজে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার লক্ষে সকলকে কাজ করতে বলেন এবং আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা মাহমুদুল হাসানকে বিজয়ী করতে সকলের প্রতি আহব্বান জানান। এসময় পাঁচ শতাধিক প্রতিনিধি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। 

 

একুশে সংবাদ/বিএইচ


 

সারাবাংলা বিভাগের আরো খবর