সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

পাহাড়ে ১০ অপহৃত মুক্তিপণ দিয়ে মুক্তি পেলেন

একুশে সংবাদ প্রকাশিত: ১২:১২ পিএম, ২৯ মার্চ, ২০২৪

কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং রৈক্ষ্যং বাদিবন্যা পাহাড়ে অপহৃত ১০ জন  মুক্তিপণ দিয়ে বাড়িতে ফিরেছেন। স্থানীয়দের দাবি ১ লাখ ৯০ হাজার টাকা মুক্তিপণ দিয়ে বাড়িতে ফিরে এসেছেন তারা।

মুক্তি পাওয়া অপহৃতরা হলেন- টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের করাচি পাড়া এলাকার জুনাইদ ও তার ভাই মোহাম্মদ নুর, শাকিল, ফরিদ আলম, আকতার, ইসমাইল প্রকাশ সোনায়া ও হোয়াইক্যং রৈক্ষ্যং এলাকার ছৈয়দ হোছাইন বাবুল ও কালা মিয়ার ছেলে ফজল কাদের, গুলজার ঘোনা এলাকার আলি আহমেদ ও নুর মোহাম্মদ। বুধবার রাত ১২ টার দিকে টেকনাফের হোয়াইক্যং রৈক্ষ্যং এলাকার ২২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের পশ্চিমে পাহাড় থেকে মুক্তিপণ দিয়ে তাদের ফেরত আনা হয়।

গত ২৪ মার্চ হ্নীলা থেকে ৫ জন অপহরণ হয়। পরে তারাও মুক্তিপণ দিয়ে ফেরত আসে। অপহরণকারী চক্রের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর না হওয়ায় টেকনাফ দিনদিন অপহরণের সাম্রাজ্যে পরিণত হচ্ছে বলে দাবি স্থানীয়দের।

এ বিষয়ে ওসি মুহাম্মদ ওসমান গনি বলেন, অপহৃতদের পরিবারের সদস্যরা কোনো তথ্য দিতে চায় না। এমনকি একাধিকবার চেষ্টার পরও স্বজনেরা লিখিত অভিযোগ দেয় না। এতে পুলিশ প্রতিবন্ধকতার মুখে পড়ে।

 

একুশে সংবাদ/সা.আ

সারাবাংলা বিভাগের আরো খবর