সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

জুড়ীতে জাতীয় গণহত্যা দিবস উদযাপন

একুশে সংবাদ প্রকাশিত: ০১:৪৯ পিএম, ২৫ মার্চ, ২০২৪

মৌলভীবাজার জেলার জুড়ীতে ২৫ মার্চ জাতীয় গণহত্যা দিবসের স্মরণে স্মৃতিচারণ, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ মার্চ) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার লুসিকান্ত হাজং।

 

আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সমরজিৎ সিংহ, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল মতিন, পিডিবির আবাসিক প্রকৌশলী কবির আহমদ, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা তপন সূত্র ধর, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ মহিউদ্দিন ভূইয়া, তৈমুছ আলী সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ প্রকৌশলী মুহাম্মদ আজহারুল ইসলাম, জুড়ী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মনিরুল ইসলাম, থানার এসআই সিরাজুল ইসলাম, ভারপ্রাপ্ত উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা শামীমুল হক, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের ক্রেডিট সুপারভাইজার মোঃ সুজাউদ্দৌলা প্রমুখ।

এছাড়াও এসময় বীরমুক্তিযোদ্ধাগন,  বিভিন্ন সরকারী বেসরকারী অফিসের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, আজ ভয়াল ২৫ মার্চ, গণহত্যা দিবস। মানব সভ্যতার ইতিহাসে একটি কলঙ্কিত অধ্যায়। বাঙালি জাতির জীবনে ১৯৭১ সালের এইদিন শেষে এক বিভীষিকাময় ভয়াল রাত নেমে এসেছিল। সেদিন  রাতে পাক-হানাদার বাহিনী ‘অপারেশন সার্চ লাইট’-এর নামে নিরস্ত্র বাঙালির ওপর নির্বিচারে নৃশংসতম গণহত্যা চালায়। ‘অপারেশন সার্চ লাইট’ ছিল বাঙালির একটি প্রজন্মকে নিশ্চিহ্ন করে দেওয়ার এক নারকীয় পরিকল্পনা। এদিন মধ্যরাতে বর্বর পাকিস্তানি হানাদার বাহিনী তাদের পূর্ব পরিকল্পিত অপারেশন সার্চ লাইটের নীলনকশা অনুযায়ী বাঙালি জাতির কণ্ঠ চিরতরে স্তব্ধ করে দেওয়ার ঘৃণ্য লক্ষ্যে রাজধানী ঢাকাসহ সারাদেশে নিরস্ত্র বাঙালিদের ওপর অত্যাধুনিক অস্ত্রে সজ্জিত হয়ে ঝাঁপিয়ে পড়েছিলো। 
 

একুশে সংবাদ/এনএস

সারাবাংলা বিভাগের আরো খবর