সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

শালিখায় কিশোর গ্যাং এর হামলায় দুই সাংবাদিক গুরুতর আহত

একুশে সংবাদ প্রকাশিত: ০৭:৫৬ পিএম, ১৮ মার্চ, ২০২৪

মাগুরার শালিখা উপজেলায় দুই সাংবাদিকের উপর কিশোর  গ্যাং এর হামলা হয়েছে। তারা শালিখা উপজেলা ৫০ সজ্জা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। উপজেলা সদর আড়পাড়া ইউনিয়নের  চুকিনগর গ্রামের গড়াপাড়া গ্রামের উদ্দোপ মন্ডলের বাড়ির পাশে রোবববার বিকালে এ হামলার ঘটনা ঘটে। 

আহত সাংবাদিক  এইচএম রাজিব(চ্যানেল  এস) ও দৈনিক কল্যাণের জেলা প্রতিনিধি হোসেন আলী গ্রুতর আহত সাংবাদিক এইচ এম রাজিব জানান, আমি গড়াপাড়া গ্রামের রাস্তা দিয়ে আড়পাড়া বাজারে যাচ্ছিলাম পথিমধ্যে কিছু কতিপয় যুবক আমার প্রাইভেট থামিয়ে দেশীয় অস্ত্র বের করে বলে সালা টাকা বের কর৷ এমন সময় আমি গাড়ী থেকে নামার সাথে সাথে কিশোর গ্যাং এর নেতা আড়পাড়া গ্রামের শফি মুন্সীর ছেলে  সাব্বির মুন্সী ও তার বাহিনী অতর্কীত ভাবে আমার প্রাইভেট ভাংচুর শুরু করে,ডিএসএলআর ক্যামেরা নিয়ে ভাংচুর করে এবং নগদ টাকা হাতিয়ে নেয়৷ আমি কিছু বলার আগেই আমাকে হাতুড়ী ও রড দিয়ে পিটাতে থাকে এবং বলে একে জানে মেরে ফেলা, যেন বাঁচতে না পারে৷ এতে আমার মাথাসহ সারা শরীরে   রক্তাক্ত জখম হয়ে অজ্ঞান হয়ে পড়ে যায়৷ তিনি আরও জানান আমার সহকর্মী হোসেন আলী ঠেকাতে এলে তাকেও তারা পিটিয়ে মারাত্মক ভাবে আহত করে৷ এমন সময় আমাদের ডাক চিৎকারে গ্রামবাসী বেরিয়ে আসলে তারা পালিয়ে যায়৷ 

 শালিখা থানা অফিসার ইনচার্জ মোঃ নাসির উদ্দীন  বলেন,সাংবাদিকের উপর হামলার ঘটনায় থানায় মামলা হয়েছে৷ আসামি গ্রেপ্তারের অভিযান  অব্যাহত রয়েছে।

একুশে সংবাদ/এস কে

সারাবাংলা বিভাগের আরো খবর