সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

বউভাতের অনুষ্ঠানে যাওয়ার পথে প্রাণ গেল ৬ জনের

একুশে সংবাদ প্রকাশিত: ০২:৪৪ পিএম, ১৮ মার্চ, ২০২৪

সিলেটের জৈন্তাপুরে বউভাতের অনুষ্ঠানে যাওয়ার পথে পিকআপভ্যানের ও লেগুলার মুখোমুখি সংঘর্ষে শিশুসহ ছয়জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন কমপক্ষে চারজন।

সোমবার (১৮ মার্চ) দুপুর ১টার দিকে সিলেট-তামাবিল মহাসড়কে উপজেলার দরবস্ত পল্লী বিদ্যুৎ অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে পাঁচজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- উপজেলার চিকনাগুল ইউনিয়নের পশ্চিম ঠাকুরের মাটি এলাকার সন্তোষ পাত্রের মেয়ে মঙ্গলী পাত্র (৫০), তার পুত্রবধূ সুচিত্রা পাত্র (৩৫) ও তার মেয়ে বিজলি (৫)। একই এলাকার নন্দ পাত্রের স্ত্রী সাবিত্রী পাত্র (২৫), রিতু (৮)। জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, জৈন্তাপুরের চিকনাগুল থেকে শিশুসহ ১০ জন লেগুনায় করে বউভাতের অনুষ্ঠানে মোকামপু‌ঞ্জির দিকে যা‌চ্ছিলেন। অন‌্যদিকে দরবস্তবাজার থেকে গরু কিনে হ‌রিপুরের দিকে যা‌চ্ছিল এক‌টি পিকআপভ্যান।

দুপুর ১টার দিকে দু‌টি গা‌ড়ি দরবস্ত এলাকার পল্লী বিদ‌্যুৎ স‌মি‌তির কার্যালয়ের সামনে পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয় এবং আহত হন কমপক্ষে সাতজন।

তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক এক শিশুকে মৃত বলে ঘোষণা করেন। অন্যদের সিলেটের এম এ জি ওসমানী মে‌ডিকেল কলেজ হাসপাতালে পাঠালে সেখানে আরও দুইজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

এ দিকে সড়ক দুর্ঘটনার পর স্থানীয়রা সিলেট-তামাবিল মহাসড়ক অবরোধ করে রাখলে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে প্রশাসনের আশ্বাসে অবরোধ প্রত্যাহার করা হয়।
 

 

একুশে সংবাদ/সা.আ

 

সারাবাংলা বিভাগের আরো খবর