সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

একুশে সংবাদ প্রকাশিত: ০৫:০৫ পিএম, ১০ মার্চ, ২০২৪

চাঁপাইনবাবগঞ্জে র‌্যালি, আলোচনা ও ভূমিকম্প ও অগ্নিকান্ড নির্বাপণ মহড়ার মধ্যদিয়ে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস—২০২৪ পালিত হয়েছে। এবারের প্রতিপাদ্য হচ্ছে ‘দুর্যোগ প্রস্তুতিতে লড়বো, স্মার্ট সোনার বাংলা গড়বো’।

এ উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে আজ রোববার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কালেক্টরেট ইংলিশ স্কুল চত্বরে এসে শেষ হয়। এরপর ভূমিকম্প ও অগ্নিকান্ড নির্বাপন মহড়া অনুষ্ঠিত হয়। পরে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ আসিফ আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন।

এসময় উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চাঁপাইনবাবগঞ্জের সহকারি পরিচালক শেখ মোঃ মাহবুবুল ইসলাম, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী মৌদুদ আলম খাঁ , এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট আমিনুল ইসলাম ।


একুশে সংবাদ/আ.ও.প্র/জাহা

 

সারাবাংলা বিভাগের আরো খবর