সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

আমতলী পৌরসভা নির্বাচনে মো. মতিয়ার রহমান পুনঃরায় মেয়র নির্বাচিত

একুশে সংবাদ প্রকাশিত: ১০:২৮ পিএম, ৯ মার্চ, ২০২৪

বরগুনার আমতলী পৌরসভা নির্বাচনে বর্তমান মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মতিয়ার রহমান বেসরকারীভাবে তৃতীয় বারের মত মেয়র নির্বাচিত হয়েছেন।

শনিবার (৯ মার্চ) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ইভিএমে ভোট গ্রহন চলে।

আমতলী উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে ইলেকট্রনিক্স ভোটার মেশিনে (ইভিএম) ভোট গ্রহন অনুষ্ঠিত হয়।

আমতলী পৌরসভার সাধারন নির্বাচনে ৯ জন মেয়র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে ২ বারের নির্বাচিত মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মতিয়ার রহমান মোবাইল প্রতিক নিয়ে ৬হাজার ৫শ’ ৩৯ ভোট পেয়ে তৃতীয় বারের মত বেসরকারী ভাবে মেয়র নির্বাচিত হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী সাবেক মেয়র উপজেলা আওয়ামীলীগের সহ—সভাপতি মো. নাজমুল আহসান খান ৫ হাজার ৭শ’ ৬৬ ভোট পেয়েছেন।

আমতলী উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, পৌরসভায় মোট ভোটার ১৫ হাজার ৮শ’ ৩৯জন। এর মধ্যে ১২ হাজার ৩শ’ ৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। ভোটার উপস্থিতিথির হার ৭৭.৬৮।

জেলা নির্বাচন অফিসার ও রিটানিংর্ কর্মকর্তা আব্দুল হাই আল হাদি জানান, মো. মতিয়ার রহমানকে বেসরকারী ভাবে মেয়র নির্বাচিত ঘোষনা করা হয়েছে।


একুশে সংবাদ/সা.খ.প্র/জাহা

 

সারাবাংলা বিভাগের আরো খবর