সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

মোরেলগঞ্জে দাখিল পরীক্ষায় মাদ্রাসা শিক্ষক আজীবন বহিষ্কার

একুশে সংবাদ প্রকাশিত: ০৯:৩৩ পিএম, ৬ মার্চ, ২০২৪

চলতি দাখিল পরীক্ষার বাগেরহাটের মোরেলগঞ্জে এক মাদ্রাসা শিক্ষককে পরীক্ষাকেন্দ্রে অসদুপায় অবলম্বন করায় কেন্দ্রের কক্ষ পরিদর্শকের দায়িত্ব থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে।

বুধবার (৬ মার্চ) এই শিক্ষককে বহিষ্কার করা হয়। উপজেলা শিক্ষা কর্মকর্তা শেখ মুস্তাফিজুর রহমান এক নোটিশে এই খবর নিশ্চিত করেন।

জানা যায়,  মাদ্রাসা শিক্ষা বোর্ডের কৃষি শিক্ষা পত্রের পরীক্ষায় মাদ্রাসা পরীক্ষা কেন্দ্র-২ ৭৯৮ (পোলেরহাট) এর ৫ নং কক্ষে হতে শিক্ষক ছাত্রকে পাশে বসে উত্তর দিতে সহযোগীতা করেন। এ সময় অসদুপায় অবলম্বনের দায়ে শ্রেণিখালি ইছাহাক আলী স্মৃতি দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক শেখ মোস্তাফিজকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা নির্বাহী ম্যাজিস্টেট এস এম তারেক সুলতান এর নির্দেশে মাদ্রাসা পরীক্ষা কেন্দ্র সচিব উপজেলা শিক্ষা কর্মকর্তা শেখ মুস্তাফিজুর রহমান এক নোটিশে তাকে বহিষ্কার  করেন।  


একুশে সংবাদ/ফ.হ.প্র/জাহা
 

সারাবাংলা বিভাগের আরো খবর