সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

শতাধিক কিশোরীরা পেলো স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী

একুশে সংবাদ প্রকাশিত: ০২:৩৩ পিএম, ২৯ ফেব্রুয়ারি, ২০২৪

শতাধিক কিশোরী শিক্ষার্থীদের মাঝে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী (স্যানিটারি ন্যাপকিন) বিতরণ করা হয়েছে। বুধবার সকালে উপজেলার ধামাইনগর ইউনিয়ন পরিষদের উদ্যোগে শতভাগ জন্ম সনদ সম্পন্ন কারী শতাধিক কিশোরীদের মাঝে এ স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়।

 

ইউনিয়নের শালিয়াগাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী (স্যানিটারি ন্যাপকিন) কিশোরী শিক্ষার্থীদের হাতে তুলে দেন ইউপি চেয়ারম্যান রাইসুল হাসান সুমন।

এ সময় ইউপি সচিব মো. রোজিন পলাশ, হিসাব সহকারী পবন কুমার,ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: আখতার হোসেন সরকার,শিক্ষক জনিল কুমার মাহাতো,উদ্যোগক্তা নিবাস চন্দ্রসহ সকল ইউপি সদস্য ও গ্রাম পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে রায়গঞ্জ উপজেলার নির্বাহী অফিসার মোহাম্মদ নাহিদ হাসান খান বলেন, শিক্ষার্থীদের মাঝে ব্যতিক্রমধর্মী উপহারের উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। ধামাইনগর ইউনিয়ন পরিষদের এই কর্মসূচীকে স্বাগত জানাই।
 

একুশে সংবাদ/এনএস

সারাবাংলা বিভাগের আরো খবর