সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

আলোকিত সালথা গড়ার প্রত্যয়ে শান্তির আহ্বানের সেমিনার অনুষ্ঠিত

একুশে সংবাদ প্রকাশিত: ০৭:০৪ পিএম, ১৩ ফেব্রুয়ারি, ২০২৪

দেশকে আলোকিত করতে আলোকিত মানুষদের খুজে বের করতে হবে। যারা সুস্থ ধারার মানুষ তাদেরকে একত্রে নিয়ে ফরিদপুর জেলার সালথা উপজেলাকে আদর্শ উপজেলা হিসেবে গড়ে তুলতে কাজ করছে শান্তির আহ্বান স্বেচ্ছাসেবী সংগঠন। 

এ উপলক্ষে মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ১১টায় সাড়ুকদিয়া উচ্চ বিদ্যালয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠান পরিচালনা করেন শান্তির আহ্বানের সভাপতি মোঃ হুমায়ুন কবির।

সাড়ুকদিয়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়ন্ত কুমার বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ফায়েজুর রহমান পিপিএম।

ওসি বলেন, সালথায় শান্তি শৃংঙ্খলা রক্ষায় শান্তির আহ্বান পুলিশকে সর্বোচ্চ সহযোগিতা করে আসছে। প্রতিটা থানায় এমন স্বেচ্ছাসেবী সংগঠন থাকলে আলোকিত সমাজ গড়তে খুবই সহজ হবে। সংগঠনের মাধ্যমে আলোকিত চিন্তাধারার মানুষ একযোগে কাজ করতে হবে। শিক্ষার্থীরা যাতে কোন দাঙ্গা হাঙ্গামায় জড়িয়ে না পরে এজন্য প্রতিটা মাধ্যমিক স্কুলে শান্তির আহ্বানের এই সেমিনার অব্যাহত রাখার পরামর্শ দিয়েছেন।

এসময় আরো উপস্থিত ছিলেন শান্তির আহ্বানের সাংগঠনিক সম্পাদক আইনুজ্জামান আকাশ, ইমরান হুসাইন, আলি নেওয়াজ, কামাল মিয়া, মিরান মোল্যা, আহাদুল, মেহেদী প্রমূখ।

 


একুশে সংবাদ/আ.বা.উ/সা.আ

সারাবাংলা বিভাগের আরো খবর