সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

ফরিদপুরে অস্ত্র হাতে গুলি করার হুমকি দিয়ে ফেসবুকে পোস্ট

একুশে সংবাদ প্রকাশিত: ০২:২২ পিএম, ২২ আগস্ট, ২০২৩

ফরিদপুরের আলফাডাঙ্গায় মো. মিটু মোল্যা নামে এক যুবক আগ্নেয়াস্ত্র হাতে নিয়ে ফেসবুকে গুলি করার হুমকি দিয়ে একটি পোস্ট করায় তা এখন ছড়িয়ে পড়েছে।

 

সোমবার( ২১ আগস্ট) মিটু মোল্যার নিজের ফেসবুক আইডি থেকে অস্ত্র হাতে ছবিটি পোস্ট করা হয়। পরে পোস্টটি মুছে ফেলেন।

 

ওই তরুণের নাম মো. মিটু মোল্যা। তিনি আলফাডাঙ্গা উপজেলার বুড়াইচ ইউনিয়নের জয়দেবপুর গ্রামের জাফর মোল্যার ছেলে।

 

ফেসবুকে আগ্নেয়াস্ত্রসহ ছবি দিয়ে মিটু মোল্যা লিখেছেন, ‘জয়দেবপুর বাজার কারো বাপের না। শুধু সময়ের অপেক্ষা।  তরে আমি সাতটা গুলি করুম।’

 

মিটু মোল্যার বাবা জাফর মোল্যা বলেন, আমার মেঝ ছেলে মিন্টু আলফাডাঙ্গা সরকারি ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পাস করে জয়দেবপুর বাজারে ডেকোরেটরের ব্যবসা করছিল। দুই মাস হলো দুবাই গিয়েছে। বছর পাঁচেক আগে আমার ছেলে ফরিদপুরে তিন মাসের আনসারের প্রশিক্ষণ নিয়েছিল। অস্ত্র হাতে ছবিটি সে সময়ের তোলা হতে পারে। ছেলের সঙ্গে কথা বলে পরে জানাতে পারব।

 

এ বিষয়ে মিটু মোল্যার বড় ভাই রাজু মোল্যা বলেন, রাজনৈতিকভাবে কোণঠাসা করার জন্য একটা ছোট্ট ইস্যুকে বড় করা হচ্ছে।

 

ওসি মো. আবু তাহের বলেন, তদন্ত সাপেক্ষে পোস্ট দাতার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

একুশে সংবাদ/স.চ.প্র/জাহা

সারাবাংলা বিভাগের আরো খবর