সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

জলঢাকায় এক কৃষকের ধান কেটে বাড়ি পৌছে দিল ছাত্রলীগ

একুশে সংবাদ প্রকাশিত: ১২:২৪ পিএম, ৩০ এপ্রিল, ২০২৩

কেন্দ্রীয় ছাত্রলীগের আহ্বানে সাড়া দিয়ে নীলফামারীর জলঢাকা উপজেলায় এক কৃষকের পাকা ধান কেটে ঘরে তুলে দিয়েছে সরকারি কলেজের ছাত্রলীগের নেতাকর্মীরা।

 

শনিবার (২৯ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত তারা পৌরসভার মুদিপাড়া এলাকার মতলুবর রহমান নামের এক কৃষকের ২০ শতাংশ জমির ধান কাটেন।

 

এসময় কলেজ ছাত্রলীগের নেতা আব্দুল মালেক জীবনের নেতৃত্বে রাসেল, মাসুম, হেলাল, নুরনবী ও শরিফুল সহ একদল নেতাকর্মী ধানগুলো কেটে বাড়িতে পৌছে দেন।

 

এসময় তিনি জানান, জমির ধান পেকে আছে, অথচ কৃষক শ্রমিকের অভাবে ধান কাটতে পারছিলেন না। এমন সময় কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি ও সম্পাদকের নির্দেশে জেলা ছাত্রলীগের সভাপতি মনিরুল হাসান শাহ আপেল ও সাধারণ সম্পাদক মাসুদ সরকারের নির্দেশনায় আমরা ঐ কৃষকের ২০ শতাংশ জমির পাকা ধান কেটে বাড়িতে পৌঁছে দেই। এতে খুশি ঐ কৃষক।

 

কৃষক মতলুবর রহমান বলেন, আমার পাকা ধান কাটতে শ্রমিকের মজুরি লাগতো। ছাত্রলীগের নেতাকর্মীরা আমার ধান কেটে দিয়েছে বিনামূল্যে। এতে আমার অনেক উপকার হয়েছে। আমি তাদের প্রতি কৃতজ্ঞ।

 

একুশে সংবাদ/জা.হ.প্র/জাহাঙ্গীর

সারাবাংলা বিভাগের আরো খবর