সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

একই রঙের নান্দনিক পাঞ্জাবি ও টুপিতে ঈদ উদযাপন

একুশে সংবাদ প্রকাশিত: ০৩:৩৬ পিএম, ২২ এপ্রিল, ২০২৩

টানা এক মাস সিয়াম সাধনার পরে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপন করেছে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার রসূলপুর গ্রামের বাসিন্দারা। এই গ্রামের সবাই এক রঙের, এক রকমের পাঞ্জাবি ও টুপি পরে ঈদগাঁহ মাঠে একসঙ্গে নামাজ আদায় করেন।

 

 শনিবার (২২ এপ্রিল) সকালে উপজেলার রসূলপুর ঈদগাহ মাঠ প্রাঙ্গনে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

 

রসূলপুর জামে মসজিদের ইমাম মোহাম্মদ নাজিমউদ্দীন খুতবা পাঠের পর দেশ, জাতি ও মুসলিম উম্মার শান্তি কামনা করে মোনাজাত করেন।

 

গ্রামের বাসিন্দাদের আয়োজনে ছোট বড়, ধনি-গরিব সবাই বিভেদ ভুলে এক রকম পাঞ্জাবি ও টুপি পরে ঈদের জামাতে অংশ নেন। এক রকম পাঞ্জাবি ও টুপি পরে একত্রে নামাজ আদায় করতে পেরে এলাকার বাসিন্দারা খুশি। নামাজ শেষে কুলাকুলিসহ সবাই কুশল বিনিময়ে, ছবি তুলে ব্যস্ত সময় পার করেন।

 

ঈদের নামাজ আদায় শেষে আনন্দ প্রকাশ করতে গিয়ে এলাকার বাসিন্দা নয়ন শিকদার বলেন, আমরা এলাকার সবাই একত্রে ঈদের নামাজ আদায় করতে পেরেছি এটাই আল্লাহর বড় নেয়ামত বলে আমি মনে করি। আমরা যেনো ঈদ ছাড়াও সবার সুখে-দুঃখে পাশে থাকতে পারি আল্লাহর কাছে এটাই চাই।

 

একই গ্রামের বাসিন্দা মো. আমিনুল ইসলাম আরোজ বলেন, এলাকার ছোট বড় সকল মুসলমান ভাইদের সঙ্গে ঈদের নামাজ আদায় করতে পেরে বেশ আনন্দ লাগছে। 

 

ভবিষ্যতেও যেনো একত্রে থাকতে পারি সেজন্য সবার কাছে দোয়া চাই। উপজেলা স্বেচ্ছাসেবকলীগ প্রস্তুতি কমিটির সদস্য সচিব কামরুল হাসান ফিরোজ বলেন, সবাইকে নিয়ে নামাজ আদায় করলাম। খুব ভালো লাগছে। এলাকার ছোট বড় সবাই অংশগ্রহণে সবার মাঝে ভ্রাতৃত্ববোধ সৃষ্টি হবে। আমরা বিভিন্ন সামাজিক ও ধর্মীয় কাজে সবাই সবার সাথে এক হয়ে কাজ করে যাবো।

 

একুশে সংবাদ.কম/স.খ.প্র/জাহাঙ্গীর

সারাবাংলা বিভাগের আরো খবর