সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

শহীদ জিয়াউর রহমান উপকূলীয় কলেজে ক্রীড়া প্রতিযোগিতা

একুশে সংবাদ প্রকাশিত: ০৫:১৬ পিএম, ২২ ফেব্রুয়ারি, ২০২৩

কক্সবাজারের পেকুয়া শহীদ জিয়াউর রহমান উপকূলীয় কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

 

বুধবার (২২ ফেব্রুয়ারি) কলেজ মাঠে অধ্যক্ষ (ভারপ্রাপ্ত)  মোহাম্মদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ গভর্নিং বডির সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কাসেম।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও কলেজের শিক্ষানুরাগী সদস্য সাইফুদ্দিন খালেদ।

 

এ সময় উপস্থিত ছিলেন অধ্যাপক আজম খান চৌধুরী, অধ্যাপক মংখেরি রাখাইন, অধ্যাপক মোস্তাফা জামান হারেজ, অধ্যাপক আবুল হাসেম, প্রভাষক সন্তুষ বিশ্বাস, প্রভাষক নাজিমুদ্দিন, প্রভাষক নুরুল হুদা, প্রভাষক মোহাম্মদ আলম সহ অন্যান্য শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী ও অভিভাবক বৃন্দ।

 

 বিভিন্ন ইভেন্টে অংশ নিয়ে প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা চমৎকার ক্রীড়ানৈপুণ্য প্রদর্শনের মাধ্যমে সকলকে মুগ্ধ করে তোলেন। অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল অলিম্পিক মশাল প্রজ্জ্বলন সুশৃঙ্খল। কলেজের শিক্ষার্থীরা ১১ টি ইভেন্টে প্রতিযোগিতা করেন।

 

প্রধান অতিথি কলেজ গভর্নিং বডির সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কাসেম তার বক্তব্যে এ সহশিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে খেলাধুলার উপর গুরুত্বারোপ করেন। এছাড়াও প্রতিষ্ঠানটির শিক্ষার্থীদের একাডেমিক ফলাফল ও শৃঙ্খলার মানের ভূয়সী প্রশংসা করেন।

 

একুশে সংবাদ.কম/এ.এ.জু/বি.এস

সারাবাংলা বিভাগের আরো খবর