সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

রামপালে ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পুরস্কার বিতরণ  করলেন উপমন্ত্রী হাবিবুন নাহার

একুশে সংবাদ প্রকাশিত: ০৯:১১ পিএম, ৪ ফেব্রুয়ারি, ২০২৩

বাগেরহাটের রামপালে ভূঁইয়ারকান্দর মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ, নবীন বরণ এবং এস.এস.সি পরিক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।

 

শনিবার (৪ ফেব্রুয়ারি) বিকাল ৪ টায় বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভূঁইয়ারকান্দর মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক আলহাজ্ব মোঃ আবুল হোসেন।

 

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বাগেরহাট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোল্লা আঃ রউফ, রামপাল উপজেলা পরিষদের চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন, ভাইস চেয়ারম্যান নূরুল হক লিপন, রামপাল থানার ওসি মোঃ সামছুদ্দীন, সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব জামিল হাসান জামু, বাগেরহাট জেলা পরিষদ সদস্য শেখ মনির আহমেদ প্রিন্স, উজলকুড় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গাজী আক্তারুজ্জামান, সাধারণ সম্পাদক হাওলাদার জুলফিকার আলী ভুট্টো, রামপাল উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ হাফিজুর রহমান ।

 

৪ দিন ব্যাপী ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।

 

একই সাথে উক্ত বিদ্যালয় থেকে যারা এস, এস, সি পরিক্ষায় জিপিএ- ৫ পেয়ে উত্তীর্ণ হয়েছিল তাদেরকে ও সংবর্ধনা দেওয়া হয়।

 

উপজেলার ভূঁইয়ারকান্দর মাধ্যমিক বিদ্যালয় ও প্রাথমিক বিদ্যালয়ের যৌথ উদ্যেগে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

একুশে সংবাদ/ম.জা.প্র/জাহাঙ্গীর

সারাবাংলা বিভাগের আরো খবর