সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

ঘোড়াঘাটে ইংরেজি পাঠদানে পারদর্শী করার লক্ষ্য সেমিনার অনুষ্ঠিত

একুশে সংবাদ প্রকাশিত: ০৩:১১ পিএম, ৩০ জানুয়ারি, ২০২৩

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ৬৭ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের ইংরেজিতে পারদর্শিতা করার লক্ষ্য উপজেলার রানীগঞ্জ নারায়ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

 

সোমবার (৩০ জানুয়ারি)  সকালে উপজেলা নারায়ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২০২২  ব্যবস্হাপনা কমিটির শ্রেষ্ট সভাপতি  সাংবাদিক মনোরঞ্জন মোহন্ত ভুট্টুর সভাপতিত্বে প্রধান অতিথি  হিসেবে বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার আশরাফুল আলম।

 

প্রধান অতিথি উপজেলা শিক্ষা অফিসার আশরাফুল আলম বলেন, উপজেলার ৬৭ টি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে একজন করে শিক্ষক কে ইংরেজি পাঠদানে প্রশিক্ষণ দেওয়া হবে। তিনি এ প্রশিক্ষণ গ্রহন করে  নিজ প্রতিষ্ঠানে গিয়ে শিক্ষার্থীদের ইংরেজিতে  পারদর্শীতা করবেন। শিক্ষার্থীরা নিজেরাই শ্রেণীকক্ষে ইংরেজিতে পাঠদান করতে পারে।

 

এ সেমিনারে উপস্থিত ছিলেন ৩ সিংড়া ইউনিয়নের প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক মন্ডলীসহ শিক্ষার্থীরা।

 

একুশে সংবাদ/ম.মো.প্রতি/এসএপি

সারাবাংলা বিভাগের আরো খবর