সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

শেরপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে কৃষক খুন

একুশে সংবাদ প্রকাশিত: ০৮:৪১ পিএম, ২০ জানুয়ারি, ২০২৩

শেরপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরধরে আব্দুর রফিক (৬০)নামে এক কৃষককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা।

 

শুক্রবার (২০ জানুয়ারী) ভোরে শেরপুর সদর উপজেলার বাজিতখিলা ইউনিয়নের প্রতাবিয়া  গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আব্দুর রফিক ওই গ্রামের মৃত শাহ ফকির মিয়ার ছেলে।

 

 নিহতের পারিবার জানায়, রফিকের সাথে প্রতিবেশী কেনা মিয়া, উমেদ আলী এবং আঙ্গুর মিয়া গংদের সাথে দীর্ঘদিন থেকে জমি-জমা  নিয়ে বিরোধ চলে আসছিল। এ নিয়ে আদালতে মামলা মোকদ্দমা চলছে।

 

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) আব্দুর রফিক একটি মামলায় জামিনে আসেন। পরে লোক মুখে জানতে পারে তার নামে আরো একটি মামলা দায়ের হয়েছে। মামলার কথা শুনে  বৃহস্পতিবার রাতে  রফিক  ঘর থেকে বের হয়ে রাতে আর বাড়ীতে ফিরে আসেনি। শুক্রবার সকালে গ্রামের একটি কাঠবাগানে রক্তাক্ত অবস্থায় রফিকের লাশ দেখতে পায় গ্রামবাসীরা। খবর পেয়ে  থানা পুলিশ ঘটনাস্থল থেকে রফিকের লাশ উদ্ধার করে। নিহত রফিকের শরীরে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারিভাবে কুপিয়ে হত্যার চিহ্ন পাওয়া গেছে বলে পুলিশ সুত্রে  জানা গেছে।

 

রফিকের স্ত্রী অবুলা বেগম তার স্বামীকে হত্যাকারীদের বিচারের দাবি জানিয়েছেন।

 শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) বছির আহমেদ বাদল বলেন, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শেরপুর জেলা সদর হাসপাতালে মর্গে প্রেরণ করা হয়েছে। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

একুশে সংবাদ.কম/মু.আ.হে.প্রতি/সা’দ

সারাবাংলা বিভাগের আরো খবর