সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

তাড়াশে শিক্ষকদের প্রশিক্ষণ পরিদর্শনে সহকারী পরিচালক জাহাঙ্গীর আলম

একুশে সংবাদ প্রকাশিত: ০৬:৫২ পিএম, ১৫ জানুয়ারি, ২০২৩

সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলার মাধ্যমিক পর্যায়ের শিক্ষকদের শিক্ষাক্রম বিস্তরণ বিষয়ক প্রশিক্ষণ পরিদর্শন করেছেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক জাহাঙ্গীর আলম।

 

তাড়াশ ইসলামিয়া পাইলট বিদ্যালয়ে প্রশিক্ষণের ৯ টি বিষয়ের ৯ টি কক্ষে সুন্দর ভাবে স্মার্ট বোডে প্রজেক্টরে কন্টেন্টে মাধ্যমে প্রশিক্ষকরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের এ প্রশিক্ষণ দিচ্ছেন।  

 

রোববার (১৫ জানুয়ারি) তাড়াশ উপজেলায় পাঁচ দিনের প্রশিক্ষণ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক জাহাঙ্গীর আলম এই প্রশিক্ষণ পরিদর্শন করেন। প্রশিক্ষক গনের প্রজেক্টরের মাধ্যমে প্রশিক্ষণ দেওয়ায় সন্তোষ প্রকাশ করেন।

 

মাধ্যমিক পর্যায়ের বিদ্যালয়, মাদরাসা, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নতুন শিক্ষাক্রম বাস্তবায়নে শিক্ষা মন্ত্রণালয়ের আওতায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এ প্রশিক্ষণের আয়োজন করেছে।

 

সহকারী পরিচালক জাহাঙ্গীর আলম বলেন, শিক্ষকরা এ প্রশিক্ষণ নেয়ার পর নিজ প্রতিষ্ঠানে গিয়ে সুন্দর ভাবে শ্রেণি কক্ষে পাঠদান করাতে পারবেন। এতে শিক্ষার্থীরা আরও মেধাবী হয়ে উঠবে। শ্রেণি কক্ষেই সব কিছু শিখতে ও জানতে পারবে।

 

এ সময় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলার শিক্ষা অফিসার কাজি সলিম উল্লাহ, প্রশিক্ষণ পরিচালক, জেলা সহকারী পরিদর্শক, তাড়াশ মহিলা ডিগ্রি কলেজ অধ্যক্ষ, তাড়াশ ইসলামিয়া পাইলট বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল সালাম সহ সহকারী শিক্ষকগন।

 

একুশে সংবাদ/ম.মো.প্রতি/এসএপি

সারাবাংলা বিভাগের আরো খবর