সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

চাঁপাইনবাবগঞ্জে পাট ব্যবসায়ীর ৩ লাখ টাকার পাট পুড়ে ছাই

একুশে সংবাদ প্রকাশিত: ১০:০৩ পিএম, ৩ ডিসেম্বর, ২০২২

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বাড়ির ছাদে মজুদকৃত পাটের স্তুপে আগুন লেগে ৩ লাখ টাকার পাট পুড়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে নিশ্চিত করেছে শিবগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রজব আলী শেখ।

 

শনিবার (৩ডিসেম্বর) বিকেলে সাড়ে ৪টার দিকে উপজেলার মনাকষা ইউনিয়নের সাতরশিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

 

পরে প্রায় দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। স্থানীয়রা জানান, হঠাৎ করেই বিকেলে জালাল উদ্দিনের নিজ বাড়ির ছাদে রাখা মজুদকৃত পাটের স্তুপে আগুন দেখে আমরা ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা মিলে আগুন নিয়ন্ত্রনে আনা সম্ভব হয়। এতে ওই পাটের গুদামে থাকা বেশিরভাগ পাটই আগুনে পুড়ে নষ্ট হয়ে যায়।

 

এদিকে ক্ষতিগ্রস্থ পাট ব্যবসায়ী জালাল উদ্দিন জানান,‘ আগুন লেগে আমার ৫’শ ৩মন পাট পুড়ে গেছে।

 

তিনি আরও জানান,‘এ ঘটনায় পাট ও বাড়ির ক্ষয়ক্ষতি মিলিয়ে প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।যদিও শিবগঞ্জ উপজেলার ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা রজব আলী শেখ জানিয়েছেন, আগুন নিয়ন্ত্রণে আনার পর আমরা ক্ষয়ক্ষতি নিরুপন করেছি।

 

এ ঘটনায় আনুমানিক ৩ লাখ টাকার পাট পুড়ে গেছে এবং ১০ লাখ টাকার পাট উদ্ধার করেছি।’

 

একুশে সংবাদ.কম/আ.ও.প্র/জাহাঙ্গীর

 

 

সারাবাংলা বিভাগের আরো খবর