সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

সাবরাং ট্যুরিজম পার্ক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

একুশে সংবাদ প্রকাশিত: ০৮:৩৩ পিএম, ২০ নভেম্বর, ২০২২

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাংয়ে ‍‍`টুরিজম পার্ক উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে কক্সবাজার জেলার পর্যটন শিল্পকে এগিয়ে নিয়ে যাওয়ার নব দিগন্তের সুচনা হয়েছে।

 

রবিবার (২০ নভেম্বর) সকালে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে তিনি এটির উদ্বোধন করেন।

 

সুত্রে জানা গেছে, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজার) ৫০ টি শিল্প ও অবকাঠামো করা হচ্ছে টেকনাফ সাবরাংয়ে। এটির নাম দেওয়া হলো সাবরাং ট্যুরিজম পার্ক। এটি টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নে অবস্থিত। যার আয়তন ১ হাজার ৪৭ একর। পার্কটি ঢাকা থেকে প্রায় ৪৫০ কিলোমিটার এবং কক্সবাজার শহর থেকে প্রায় ৮২ কিলোমিটার দূরে অবস্থিত। মেরিন ড্রাইভের মাধ্যমে সাবরাং ট্যুরিজম পার্কের সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগ রয়েছে।

 

ভিডিও কনফারেন্সে সাবরাং ট্যুরিজম পার্ক অংশে উপস্থিত ছিলেন, সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, সংসদ সদস্য শাহীন আকতার চৌধুরী, সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ, পুলিশ সুপার মাহফুজুল ইসলাম, মেয়র মুজিববুর রহমান, জেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুল হক মার্শাল, টেকনাফ উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল আলম প্রমুখ।

 

একুশে সংবাদ/শা.হো.প্রতি/পলাশ
 

সারাবাংলা বিভাগের আরো খবর