সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

জেলের জালে ৭ মণের শাপলাপাতা মাছ

একুশে সংবাদ প্রকাশিত: ০৫:১৫ পিএম, ১৮ নভেম্বর, ২০২২

নোয়াখালীর হাতিয়ায় বঙ্গোপসাগরে জেলের জালে ৭ মণ ওজনের একটি শাপলাপাতা মাছ ধরা পড়েছে। মাছটি ৫০ হাজার টাকায় বিক্রি হয়েছে।

 

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলার হরণী ইউনিয়নের চেয়ারম্যান ঘাটের মৎস্য আড়তে সাত মণ ওজনের এ মাছটি বিক্রি করা হয়।

 

জেলে আনিস মিয়া জানান, ‘বঙ্গোপসাগরে মাছ ধরতে গেলে তার জালে সাত মণ ওজনের শাপলাপাতা মাছটি ধরা পড়ে। পরে রাতে মাছটি চেয়ারম্যান ঘাটের মৎস্য আড়তের মেঘনা ফিশিং অ্যাজেন্সিতে তোলেন। এরপর নিলামে মাছটি ৫০ হাজার টাকা দিয়ে কিনে নেন মানিক সওদাগর।’

 

তিনি বলেন, ‘দীর্ঘদিন ধরে সাগরে মাছ ধরলেও কখনো এত বড় মাছ পাইনি। এ প্রথম আমার জালে শাপলাপাতা মাছ উঠেছে। এতে অনেকটা ভাগ্য খুলেছে আমার।’

 

মেঘনা ফিশিং অ্যাজেন্সির ম্যানেজার মো. হাবিব ভূঁইয়া বলেন, ‘নিলামে অনেক ব্যাপারী অংশ নিয়েছেন। মানিক সওদাগরের কাছে সাত মণের মাছটি ৫০ হাজার টাকায় বিক্রি করা হয়েছে।’

 

উপজেলা মৎস্য কর্মকর্তা মো. খোরশেদ আলম বলেন, ‘বাজারে শাপলাপাতা মাছের চাহিদা রয়েছে। বিরল প্রজাতির এ সামুদ্রিক মাছটিকে স্থানীয়ভাবে হাউস মাছ বলা হলেও এর নাম রে ফিন ফিশ বা স্টিং ফিশ। তবে শাপলাপাতা মাছ নামেই অনেকে চেনেন।’

 

একুশে সংবাদ/সা.লি.প্রতি/পলাশ

সারাবাংলা বিভাগের আরো খবর