সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

কুতুবদিয়ায় মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার বিদায় অনুষ্ঠান

একুশে সংবাদ প্রকাশিত: ১১:২৪ এএম, ১৩ নভেম্বর, ২০২২

কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রজব আলীর বিদায় অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। তাকে উপজেলার ১৯ টি মাধ্যমিক স্কুল-মাদ্রাসার শিক্ষকরা বিদায় জানান।

 

শনিবার (১২ নভেম্বর) সকাল ১১ টায় উপজেলার কুতুবদিয়া মডেল হাই স্কুল এন্ড কলেজের মাঠে এ অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে কুতুবদিয়া মডেল হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ জহিরুল ইসলামের উপস্থাপনায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপংকর তঞ্চঙ্গ্যা।

 

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের (ভারপ্রাপ্ত) সভাপতি এড. ফরিদুল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কক্সবাজার জেলা শিক্ষা কর্মকর্তা মো. নাছির উদ্দীন, কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর হায়দার, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মনজুর আলম সিকদার, উপজেলা আ‍‍`লীগের সভাপতি আওরঙ্গজেব মাতবর ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযুদ্ধা নুরুচ্ছাফা বিকম, বড়ঘোপ ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ নুরুল আলম। 

 

ধূরুং ছমদিয়া আলিম মাদ্রাসা অধ্যক্ষ মাও. আবু মুছা, কুতুবদিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিগারুন নাহার, কবি জসিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনিচুর রহমান, ধূরুং আদর্শ পাইলট উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ মোরশেদ আলম, লেমশীখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান মো. ইউচুপ, কুতুবদিয়া মডেল হাই স্কুল এন্ড কলেজের শিক্ষক মো. ইউনুস, কুতুব আউলিয়া শামসুল উলুম আজিজিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক মো. জকরিয়া প্রমুখ।

 

প্রসঙ্গত, মো. রজব আলী ২০১৩ সালে কুতুবদিয়া শিক্ষা কর্মকর্তা হিসেবে যোগদান করেছিলেন। বর্তমানে তিনি নওগাঁ জেলার সদর উপজেলায় শিক্ষা কর্মকর্তা হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।

সারাবাংলা বিভাগের আরো খবর