সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

গাইবান্ধায় কবর থেকে শিশুর মরদেহ উত্তোলন

একুশে সংবাদ প্রকাশিত: ০৫:১৪ পিএম, ১৩ আগস্ট, ২০২২
ছবি: সংগৃত

গাইবান্ধার সাদুল্লাপুরে হাছিম রায়হান (২) নামের এক শিশুর মরদেহ দাফনের একমাস পর ময়নাতদন্তের জন্য কবর থেকে তার মরদেহ উত্তোলন করেছে প্রশাসন।  

শনিবার (১৩ আগস্ট) জেলা সাদুল্যাপুর উপজেলার ইদিলপুর ইউনিয়নের তাজনগর গ্রামের পারিবারিক কবরস্থান থেকে শিশুটির মরদেহ উত্তোলন করা হয়। এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট ইফতাখারুল রহমানসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। 

স্থানীয় সূত্রে জানা যায়, গত ১১ জুলাই ওই গ্রামের রুবেল সরদারের ছেলে হাছিম রায়হান  স্বজনদের সঙ্গে বিয়ের দাওয়াত খেতে গিয়ে নিখোঁজ হয়। খোঁজাখুঁজির একপর্যায়ে ১২ জুলাই বাড়ির পাশের একটি কুপে তার মরদেহ দেখে এলাকাবাসী। পরে স্বজনরা লাশটি উদ্ধার করে ওইদিনগত রাত ১২ টার পর পারিবারিক করবস্থানে দাফন করে। 

মরদেহ উত্তোলনের বিষয়টি নিশ্চিত করে সাদুল্লাপুরের ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রর ইনচার্জ সেরাজুল হক বলেন, ওই শিশুর মৃত্যু নিয়ে সন্দেহ হলে তার মা হোসনে মমতা তিথি বাদি হয়ে একটি হত্যা মামলা দায়ের করে। এরই প্রেক্ষিতে আজ শনিবার দুপুরে হাছিম রায়হানের মরদেহ কবর থেকে উত্তোলন করা হয়েছে।

 

 

 

একুশে সংবাদ/মা.সা/এস.আই
 

সারাবাংলা বিভাগের আরো খবর