সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

কেন্দুয়ায় প্রতিবন্ধী সনাক্তকরণ জরিপ পরিচালিত

একুশে সংবাদ প্রকাশিত: ০৮:৫৩ পিএম, ১০ আগস্ট, ২০২২
ছবি: সংগৃহীত

নেত্রকোনা কেন্দুয়া উপজেলায় প্রতিবন্ধী সনাক্তকরণ জরিপ কার্যক্রম পরিচালিত হয়েছে। 

বুধবার (১০ আগস্ট)  দিনব্যাপী কেন্দুয়া উপজেলার ১৩ টি ইউনিয়ন ও ১টি পৌরসভার মোট ১৪ টি স্পটে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে প্রতিবন্ধী সনাক্তকরণ জরিপ কার্যক্রম পরিচালিত হয়েছে। 

সরেজমিনে, কেন্দুয়া উপজেলার  ১৪নং মোজাফরপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে প্রতিবন্ধী সনাক্তকরণ জরিপ কার্যক্রম পরিদর্শন করা হয়। এসময় উপস্থিত ছিলেন মোজাফরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জাকির আলম ভূইয়া, কেন্দুয়া থানা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার মাহফুজুর রহমান জয়, উপজেলা সমাজসেবার কম্পিউটার অপারেটর রতন সরকার। 

এসময় প্রতিবন্ধী সনাক্তকরণ জরিপ কার্যক্রম সম্পর্কে চেয়ারম্যান মোঃ জাকির আলম ভূঁইয়া বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন  বাস্তবায়নে প্রতিবন্ধী সনাক্তকরণ জরিপে সঠিক প্রতিবন্ধী নিশ্চিত করে সরকারি ভাতা যাতে সঠিক প্রতিবন্ধী পায়, এটাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার লক্ষ্য। 

তিনি আরও বলেন, আমার ইউনিয়নে মোট ২৩৪ জনের মধ্যে ২১৫ জন প্রতিবন্ধী সনাক্তকরণ করা হয়েছে এবং তারাই সরকারি ভাতা পাবেন। 


 

 

একুশে সংবাদ/আ.গো/এস.আই

সারাবাংলা বিভাগের আরো খবর