সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

বিষাক্ত সাপের কামড়ে যুবকের মৃত্যু 

একুশে সংবাদ প্রকাশিত: ১১:৪৩ এএম, ৬ আগস্ট, ২০২২
ছবি: সংগৃত

জেলার সীমান্তবর্তী বাঘাইছড়ি উপজেলাধীন সাজেক এলাকায় বিষাক্ত সাপের কামড়ে সুখেন চাকমা (২৫) নামে এক যুবকের নিহত খবর পাওয়া গেছে।

স্থানীয়রা জানান, বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের বামে বাইবাছড়া গ্রামের তত্ত চাকমার একমাত্র ছেলে সুখেন চাকমাকে গত ৪ আগস্ট রাতে একটি বিষাক্ত সাপে কামড় দেয়। পরে স্থানীয় কবিরাজের মাধ্যমে সুখেন চাকমাকে বাড়িতে প্রাথমিক চিকিৎসা সেবা দিয়েও কোন সুফল হয়নি। গত দু'দিন কবিরাজ (ওজা) দ্বারা ঝাড়া পোড়ার মাধ্যমে শত চেষ্টা করেও আজ মধ্য রাত ২ টার সময়ে তার মৃত্যু হয়।

এদিকে, স্থানীয় কার্বারী বিশ্ব মনি চাকমা বলেছেন, সুখেন চাকমাকে কবিরাজের চিকিৎসা না করে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে তাকে বাঁচানো যেত। কবিরাজের চিকিৎসা না করে সোজা হাসপাতালে নিয়ে গেলে এই ধরনের মৃত্যুর ঘটনা ঘটতে না বলে মন্তব্য করেন।

বিষাক্ত সাপের কামড়ে সুখেন চাকমার মৃত্যুতে পরিবারের শোকের ছায়া নেমে এসেছে।


 

 

একুশে সংবাদ/নি.চা/এস.আই

সারাবাংলা বিভাগের আরো খবর