সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

জেলের জালে ৩৪ কেজির বাগাইর

একুশে সংবাদ প্রকাশিত: ০২:১১ পিএম, ৮ জুলাই, ২০২২
ছবি: সংগৃহীত

রাজবাড়ীর দৌলতদিয়া পদ্মা নদীতে ৩৪ কেজি ওজনের একটি বাগাইর মাছ ধরা পড়েছে।

শুক্রবার (৮ জুলাই) ভোররাতে পদ্মা নদীতে অসেল হালদারের জালে মাছটি ধরা পড়ে। 

দৌলতদিয়া মৎস্যজীবিরা জানান, দৌলতদিয়া পদ্মা নদীর ৬নং ফেরি ঘাটের কাছাকাছি প্রতিদিনের মতো জেলে অসেল হালদার ও তার সহযোগীরা মাছ ধরতে গেলে ভোররাতে জাল তুলতেই দেখতে পায় বড় আকৃতির একটি বাগাইর মাছ ধরা পড়েছে। পরে সকাল ৯টার দিকে আনো খাঁর আড়ত থেকে ৫নং ফেরি ঘাটের স্থানীয় মৎস্য ব্যবসায়ী মোহাম্মদ আলী মাছটি কিনে নেন।

মৎস্য ব্যবসায়ী মোহাম্মদ আলী বলেন, সকাল ৯টার দিকে ৬নং ফেরিঘাটে অবস্থিত আনো খাঁর আড়ত থেকে ৩৪ কেজির বাগাইর মাছটি প্রতি কেজি ১ হাজার ৫০ টাকা দরে মোট ৩৫ হাজার ৭শ টাকায় কিনে নেই। মাছটি প্রতি কেজি ১২শ টাকা হলে বিক্রি করে দিবো। আমি বিভিন্ন জায়গায় মোবাইল ফোনে মাছটি বিক্রির জন্য যোগাযোগ করছি।

 

 

 

একুশে সংবাদ/অ.সি/এস.আই
 

সারাবাংলা বিভাগের আরো খবর