সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

আনোয়ারায় লোডশেডিং, প্রচণ্ড তাপদাহে বিপর্যস্ত জনজীবন

একুশে সংবাদ প্রকাশিত: ০৬:১১ পিএম, ৪ জুলাই, ২০২২
ছবি: সংগৃহীত

আনোয়ারায় দৈনিক ১৫-২০ বার লোডশেডিং, প্রচণ্ড তাপদাহে বিপর্যস্ত জনজীবন

চট্টগ্রামে আনোয়ারা উপজেলায় কয়েকদিন ধরে দৈনিক ১৫-২০ বার লোডশেডিং হচ্ছে। প্রচণ্ড তাপদাহে বিপর্যস্ত হচ্ছে জনজীবন। বিদ্যুৎ আসা যাওয়া করায় নষ্ট হচ্ছে মোটর, টিভি, ফ্রিজ, বাল্বসহ বিদ্যুতিক জিনিসপত্র।

দুর্ভোগে পড়েছেন বয়স্ক, শিশু, রোগী, ব্যবসায়ী, পরীক্ষার্থীরাসহ সাধারণ জনগণ। শতভাগ বিদ্যুতায়িত এই উপজেলায় প্রায় ৭২হাজার গ্রাহকের জনজীবন বিপর্যস্ত হয়েছে। বিদ্যুৎ লোডশেডিং হওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র নিন্দা আর ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটাচ্ছেন অনেকেই। 

এ ব্যাপারে আনোয়ারা জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মুহাম্মদ জসীম উদ্দীন জানান, তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি গ্যাসের সমস্যা হওয়ার কারণে জাতীয়ভাবে এই সমস্যা দেখা দিয়েছে। কয়েকদিনের মধ্যে আশাকরি সমস্যা সমাধান হয়ে যাবে। এই লোডশেডিং এ আমাদের কোন হাত নেই। মাঝেমধ্যে চট্টগ্রাম থেকে মাঝেমধ্যে সরাসরি ঢাকা থেকে সাপ্লাই বন্ধ করা হচ্ছে। অথচ স্থানীয় গ্রাহকরা এ বিষয়ে আমাদের দোষারোপ করেছেন। ইচ্ছে করে আমরা ভোগান্তি সৃষ্টি করি না। এই পরিস্থিতিতে গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করা ছাড়া আর কিছুই করার নাই।

চট্টগ্রামে আনোয়ারা উপজেলায় কয়েকদিন ধরে দৈনিক ১৫-২০ বার লোডশেডিং হচ্ছে। প্রচণ্ড তাপদাহে বিপর্যস্ত হচ্ছে জনজীবন। বিদ্যুৎ আসা যাওয়া করায় নষ্ট হচ্ছে মোটর, টিভি, ফ্রিজ, বাল্বসহ বিদ্যুতিক জিনিসপত্র।

দুর্ভোগে পড়েছেন বয়স্ক, শিশু, রোগী, ব্যবসায়ী, পরীক্ষার্থীরাসহ সাধারণ জনগণ। শতভাগ বিদ্যুতায়িত এই উপজেলায় প্রায় ৭২হাজার গ্রাহকের জনজীবন বিপর্যস্ত হয়েছে। বিদ্যুৎ লোডশেডিং হওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র নিন্দা আর ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটাচ্ছেন অনেকেই। 

এ ব্যাপারে আনোয়ারা জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মুহাম্মদ জসীম উদ্দীন জানান, তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি গ্যাসের সমস্যা হওয়ার কারণে জাতীয়ভাবে এই সমস্যা দেখা দিয়েছে। কয়েকদিনের মধ্যে আশাকরি সমস্যা সমাধান হয়ে যাবে। এই লোডশেডিং এ আমাদের কোন হাত নেই। মাঝেমধ্যে চট্টগ্রাম থেকে মাঝেমধ্যে সরাসরি ঢাকা থেকে সাপ্লাই বন্ধ করা হচ্ছে। অথচ স্থানীয় গ্রাহকরা এ বিষয়ে আমাদের দোষারোপ করেছেন। ইচ্ছে করে আমরা ভোগান্তি সৃষ্টি করি না। এই পরিস্থিতিতে গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করা ছাড়া আর কিছুই করার নাই।


 

 

 

একুশে সংবাদ/এস.সা/এস.আই

সারাবাংলা বিভাগের আরো খবর