সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

সেনবাগ পৌরসভার বাজেট ঘোষণা

একুশে সংবাদ প্রকাশিত: ০৬:৩০ পিএম, ২৭ জুন, ২০২২

সোমবার (২৭শে জুন) নোয়াখালী জেলার সেনবাগ পৌরসভার হলরুমে  সকাল ১১ ঘটিকার সময় সেনবাগ পৌরসভার ২০২২-২০২৩ সালের ২৫ কোটি ৫২ লাখ ৪৯ হাজার ৪ টাকার  বাজেট ঘোষণা করেন সেনবাগ পৌরসভার মেয়র আবু নাছের ভিপি দুলাল।

 

এই বাজেট সেনবাগ পৌরসভার গন মানুষের বাজেট বলে মন্তব্য করেন, জনপ্রিয় মেয়র আবু নাছের ভিপি দুলাল। এইটা মেয়র ভিপি দুলালের অধিনে প্রথম বাজেট ঘোষনা।

 

উক্ত বাজেট অধিবেশনে উপস্থিত ছিলেন,প্যানেল মেয়র -১ কামাল উদ্দিন বাবুল, প্যানেণল মেয়র -২ মহিন উদ্দিন,পৌরসভার সহকারী প্রকৌশলী আবুল আনছার সহ সকল কাউন্সিলর বৃন্দ,পৌরসভার হিসাব রক্ষক আবু সাকে মোঃজামাল উদ্দিন বিপ্লব, পৌরসভার বিভিন্ন বিভাগের কর্মকর্তা, কর্মচারী  সাংবাদিক,ব্যবসায়ী, সূধীমন্ডলী।

 

ঘোষিত বাজেটে উল্লেখযোগ্য আয়ের খাত দেখানো হয়েছে ট্রাক্স বাবদ ২ কোটি ৪০ লক্ষ টাকা, রেইট বাবদ ৩৫ লক্ষ টাকা, ফিস বাবদ ৩১ লক্ষ টাকা, অন্যান্য বাবদ ৭৫ লক্ষ ৬ হাজার টাকা, উন্নয়ন খাত ব্যতিত সরকারি অনুদান ২০ লক্ষ টাকা, সরকারি উন্নয়ন অনুদান ৮০ লক্ষ টাকা, বিশেষ মঞ্জুরি ৫০ লক্ষ টাকা,উপজেলা শহর উন্নয়ন প্রকল্প ৩ কোটি টাকা, বিএমডিএফ থেকে অনুদান ৩ কোটি ৫০ লক্ষ টাকা, জলবায়ু প্রকল্প থেকে ৩ কোটি টাকা ও পরিকল্পনা মন্ত্রনালয় অনুদান ৫ কোটি টাকা।

 

উল্লেখযোগ্য ব্যায়ের খাত সমূহ হচ্ছে সাধারণ সংস্থাপন ২ কোটি ৮৯ লক্ষ টাকা, স্বাস্থ্য ও পয়ঃনিষ্কাশন প্রনালী ২১ লক্ষ টাকা, জমি ক্রয় ১৮ লক্ষ টাকা, বিএমডিএফ উন্নয়ন প্রকল্প ৩ কোটি ৫০ লক্ষ টাকা, উপজেলা শহর উন্নয়ন অবকাঠামো ৩ কোটি,জলবায়ু পরিবর্তন প্রকল্প ৩ কোটি, রাজস্ব উন্নয়ন ২০ লক্ষ  টাকা, হাটবাজার উন্নয়ন ৫০ লক্ষ টাকা, পানি উন্নয়ন খাত ৫ কোটি টাকা।

 

একুশে সংবাদ.কম/স.ল.জা.হা

সারাবাংলা বিভাগের আরো খবর