সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

জোর পূর্বক মাছ ধরে বিক্রি থানায় লিখিত অভিযোগ

একুশে সংবাদ প্রকাশিত: ০৮:০৯ পিএম, ২৯ জানুয়ারি, ২০২২
ছবি: একুশে সংবাদ

কাহালু প্রতিনিধি: বগুড়ার কাহালুতে বর্গাকৃত পুকুর হতে মাছ ধরে বিক্রি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভূক্তভোগীর স্ত্রী মাকসুদা খাতুন। 

অভিযোগ সূত্রে জানা যায় বগুড়ার শাজাহানপুর উপজেলার আশেকপুর ইউনিয়নের নন্দকুল গ্রামের শাহিন ইসলাম বগুড়া সদর উপজেলার ধরমপুর গ্রামের মৃতঃ এ্যাডঃ শাহিন এর স্ত্রী আকতার জাহান শিল্পীর কাছ থেকে গত ১৭/০৩/২০২১ইং তারিখে কাহালু উপজেলার মালঞ্চা ইউনিয়নের কলমা মৌজার বড়পুকুর ৩ বছরের জন্য বর্গা নিয়ে মাছ চাষ করে আসছেন।

 

উক্ত বর্গাকৃত পুকুরে গত ২৭/০১/২০২২ইং তারিখ সকালে ১ নম্বর বিবাদী শাজাহানপুর উপজেলার সুলতান গঞ্জ ইউনিয়নের ফুলতলা গ্রামের মৃতঃ আব্দুস সাত্তার এর পুত্র ফয়সাল (৩২), ২ নম্বর বিবাদী কাহালু উপজেলার মালঞ্চা ইউনিয়নের কলমা সোনার পাড়া গ্রামের পিরুর পুত্র আতাউর (৩০) সহ অজ্ঞাতনামা আরো ৭/৮ জন বিবাদীরা একটি হলুদ ক্যালার জ্যাক মিনি পিকআপ নিয়ে এসে পুকুরে থাকা রুই, কাতলা, ব্রিগেড, বাটা সহ বিভিন্ন প্রজাতির মাছ ধরে নিয়ে যান। যার আনুমানিক মুল্যে ১ লক্ষ ৮০ হাজার টাকা।

এ ঘটনায় গত শুক্রবার সনধ্যায় শাহিন ইসলাম এর স্ত্রী মাকসুদা খাতুন কাহালু থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। 

এ ব্যাপারে কাহালু থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. আমবার হোসেন এর সাথে কথা বলা হলে তিনি অভিযোগ পাওয়ার কথা নিশ্চিত করেন।


একুশে সংবাদ/হারুনুর রশিদ/এইচ আই/
 

সারাবাংলা বিভাগের আরো খবর