সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

সরকারি বিধিনি নিষেধ উপেক্ষা করে সমাবেশ!

একুশে সংবাদ প্রকাশিত: ০৫:৪৪ পিএম, ২৯ জানুয়ারি, ২০২২
ছবি: একুশে সংবাদ

ভেলা প্রতিনিধি: সরকারি বিধিনিষেধ উপেক্ষা করে চরফ্যাশন উপজেলাধীন আছলামপুর ইউনিয়নের "নুরে আলম মাষ্টার" নামের এক সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে চালাচ্ছেন মিছিল মিটিং ও সভা-সমাবেশ। 

শুক্রবার (২৮ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় নুরে আলম মাষ্টারের উপস্থিতে আছলামপুর ইউনিয়নের বরদার হাট বাজারে শতশত মানুষ নিয়ে নির্বাচনী মিছিল ও সমাবেশে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে বিন্দু মাত্র চোখে পড়েনি স্বাস্থ্য বিধি মানার কোনো দৃশ্যভ। এভাবে চলতে থাকলে আছলামপুর ইউনিয়নে করোনা ভাইরাসের বিস্তার ঘটবে বলে জানান একাধিক এলাকাবাসী। 

এবিষয়ে চরফ্যাশন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী কর্মকর্তা আল- নোমান জানান, বিষয়টি সম্পর্কে আমরা অবগত নয়। সরকারি বিধি নিষেধ অমান্য করে কোন ধরনের সভ- সমাবেশ অনুষ্ঠিত হলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। 

 উল্লেখ্য: নতুন ভ্যারিয়েন্ট অমিক্রনসহ দেশে করোনাভাইরাসের সংক্রমণ বাড়তে থাকায় সারাদেশে সকল ধরণের সভা সমাবেশের উপর বিধিনিষেধ জারি করেছে বাংলাদেশের সরকার।


একুশে সংবাদ/সামছুদ্দিন/এইচআই/

সারাবাংলা বিভাগের আরো খবর