সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

রৌমারীতে বাড়ির আঙ্গিনা থেকে উদ্ধার হলো অজগর সাপ

একুশে সংবাদ প্রকাশিত: ১২:৫২ পিএম, ১৮ জানুয়ারি, ২০২২
ছবি একুশে সংবাদ

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের রৌমারী উপজেলার মীরপাড়া গ্রামের মোঃ আব্দুল খালেক এর বাড়িতে বিরল প্রজাতির অজগর সাপ দেখতে পাওয়া।

 

সোমবার (১৭ই জানুয়ারি) বিরল প্রজাতির অজগর সাপ প্রথমে দেখতে পায় তার বাড়ির ভাড়াটিয়া টিউবওয়েলের কাছে অজগর সাপটি দেখতে পায়।পরে বাড়ির মালিক মোঃ আব্দুল খালেক কে ডেকে নিয়ে আসে।পরে খালেক অজগর সাপটি  বস্তায় ভরে রাখেন।

 

অজগর সাপটি দেখার জন্য বিভিন্ন গ্রাম থেকে মানুষ আশা শুরু করেন। মোঃ আব্দুল খালেক   জানান,অজগর সাপটি তিনি কোন চিরিয়াখানায় দিতে চান। সেই জন্য তিনি চিরিয়াখানা কৃর্তপক্ষ কে অবগত করতে চান।প্রতিবেদন লেখা পর্যন্ত বন বিভাগ বা বন্য প্রাণী সংরক্ষণ অধিদপ্তরের কেউ যোগাযোগ করেনি।         


একুশে সংবাদ/নয়ন দাস,/এইচ আই

সারাবাংলা বিভাগের আরো খবর