সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

টানা তৃতীয়বার জিতে মোমিন মেম্বারের হ্যাটট্রিক

একুশে সংবাদ প্রকাশিত: ১০:২০ এএম, ৬ জানুয়ারি, ২০২২

শেখ সাদী: টানা তৃতীয় বারের মতো বিপুল ভোটে ইউপি সদস্য নির্বাচিত হলেন মো: আব্দুল মোমিন। প্রাপ্ত ফলাফল অনুযায়ী আব্দুল মোমিন (মোরগ মার্কা) ৫৩২ পেয়ে তৃতীয় বারের মতো ৫নং ওয়ার্ডে ইউপি সদস্য নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী জাহিদ পেয়েছেন (ফুটবল মার্কা) ২৮০ ভোট। সিরাজগঞ্জে কাজিপুর উপজেলার শুভগাছা উইনিয়নে ৫নং ওয়ার্ডে টানা তৃতীয়বার ইউপি সদস্য নির্বাচিত হন তিনি।

ভোট কেন্দ্রের প্রিজাইডিং অফিসার আব্দুল্লাহ আল মানুন তালুকদার নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। ফলাফল গণনা শেষে জানা যায় মোমিন ২৫২ ভোট বেশি পেয়ে নির্বাচিত হয়েছেন। ওই কেন্দ্রে সদস্য পদে ২ জনই প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। কেন্দ্রের দায়িত্বরত পুলিশ ইনচার্জ আজিজ বলেন, ‘সকাল থেকে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। কোনো ধরনের অনিয়ম বিশৃঙ্খলা এ কেন্দ্রটিতে হয়নি। ভোটাররা উৎসবমূখর পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। এলাকার সকল মানুষও নির্বাচন শান্তিপূর্ণ করতে সহযোগিতা করেছেন।’ 

ফলাফল প্রকাশের পর বিজয়ী প্রার্থী মোমিন বলেন একুশে সংবাদকে বলেন,‘আমি সবার মেম্বার। এবারও সবাইকে নিয়ে কাজ করতে চাই। মানুষ আমাকে ভালো বাসে বারবার নির্বাচিত করে। দুইবার নির্বাচিত হয়ে এলাকার মানুষের উন্নয়নের কাজ করেছি। ফলে তৃতীয়বারও মানুষ আমাকে নির্বাচিত করেছেন। তৃতীয়বার নির্বাচিত করায় আমি খুশি। সবাইকে সাথে নিয়ে এলাকার উন্নয়ন করবো,ইনশাআল্লাহ।’

ফলাফল জানার পর পরাজিত প্রার্থী জাহিদ বলেন, নির্বাচনে জয় পরাজয় থাকবেই। কিছু মানুষ আমাকে মিথ্য তথ্য দিয়ে কৌশলে আমার কাছ থেকে বহু টাকা হাতিয়ে নিয়েছে। আমাকে পথে বসিয়ে দিয়েছে । পরাজয়ের চেয়েও তারা আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে যা বেশি কষ্টকর। ভোটে হেরেছি এতটা কষ্ট লাগেনি।’

উল্লেখ্য,প্রথমবার নির্বাচনে আব্দুল মোমিন ৪১৭ পেয়ে নির্বাচত হন। পরাজিত দুই প্রার্থী ফরিদ পান ১৯০ ভোট ও আলাল পান ৯০। দ্বিতীয়বার উইপি নির্বাচনে ৬৬৫ পেয়ে নির্বাচিত হন মোমিন। পরাজিত প্রার্থী আগবার পান ৬৭।  

একুশে সংবাদ/এসএস/


 

সারাবাংলা বিভাগের আরো খবর