সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

মদনে বাইসাইকেল পেল ৬৭ গ্রাম পুলিশ

একুশে সংবাদ প্রকাশিত: ০৩:১০ পিএম, ৩ জানুয়ারি, ২০২২
ছবি একুশে সংবাদ

নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোনার মদনে ৬৭ জন গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে।

গ্রাম পুলিশদের কাজের গতিশীলতা বৃদ্ধির লক্ষে সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে জেলা প্রশাসক কাজি মোঃ আবদুর রহমান বাইসাইকেল বিতরণের উদ্ভোধন করেন।

এ সময় উপস্থিত ছিলেন, নেত্রকোনা পুলিশ সুপার আকবর আলী মুনসী, মদন উপজেলা নির্বাহী কর্মকর্তা বুলবুল আহমেদ, সহকারী কমিশনার (ভূমি) উম্বে সালমা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শওকত জামিল, ওসি ফেরদৌস আলম, ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান রোমান প্রমূখ।

নেত্রকোনা জেলা প্রশাসক কাজি মোঃ আবদুর রহমান বলেন, গ্রাম পুলিশদের কাছ থেকে তথ্য নিয়েই প্রশাসন কাজ করে থাকেন। তাদের কাজের গতিশীলতা বৃদ্ধির জন্য বাহন হিসাবে প্রত্যেককে একটি বাইসাইকেল দেওয়া হয়েছে। 

এলাকার সন্ত্রাস, জঙ্গীবাদ, মাদক, জুয়া দূরীকরনের জন্য গ্রাম পুলিশরা প্রশাসনকে সঠিক তথ্য দিয়ে সহযোগীতা করলে সুন্দর একটি সমাজ গড়বে বলে তিনি আশা করেন।


একুশে সংবাদ/সা/নে/এইচআই.

 

সারাবাংলা বিভাগের আরো খবর