সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

পেকুয়ায় বিদ্যুৎ স্পৃষ্টে দুইজনের মৃত্যু 

একুশে সংবাদ প্রকাশিত: ০৬:১৯ পিএম, ১ ডিসেম্বর, ২০২১
ফাইল ছবি

পেকুয়া প্রতিনিধি: কক্সবাজারের পেকুয়ায় ইজিবাইকের ব্যাটারিতে চার্জ দিতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে এক মহিলাসহ ২ জনের করুন মৃত্যু হয়েছে। 

১ ডিসেম্বর (বুধবার) দুপুর দেড়টার দিকে উপজেলার মগনামা ইউনিয়নের বাজারপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতেরা হলেন ওই এলাকার আপেল উদ্দিনের স্ত্রী আমেনা বেগম (২৫) ও মোস্তাফিজুর রহমানের পুত্র কাইছার উদ্দিন (২৮)।


স্থানীয়রা জানিয়েছেন, কাইছার উদ্দিন একজন টমটম চালক। বুধবার দুপুরের দিকে তাঁর টমটমের ব্যাটারিতে চার্জ দিতে যায় সে। ওই সময় বিদ্যুৎস্পৃষ্ট হয় চালক কাইছার। তাকে উদ্ধার করতে গিয়ে পাশের বাড়ির গৃহবধূ আমেনা বেগমও বিদ্যুতায়িত হন। ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। 

মগনামা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শরাফত উল্লাহ চৌধুরী ওয়াসিম বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে দু জনের মৃত্যুতে শোক প্রকাশ করে বলেন অসর্তক অবস্থায় বিদ্যুৎ সংযোগ থাকায় এ দূর্ঘটনা। তবে তারা বাজারপাড়া আশ্রয়ণ কেন্দ্রের বাসিন্দা। 

এ প্রসঙ্গে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, মগনামায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে দু’জন মারা গেছেন। তাদের কে অপমৃত্যু হিসেবে লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।


একুশে সংবাদ/আল-আমিন

সারাবাংলা বিভাগের আরো খবর