সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

ভোলায় কালবৈশাখী গতিতে নৌকা প্রতিকের প্রার্থী পরিবর্তন

একুশে সংবাদ প্রকাশিত: ০৪:০৬ পিএম, ২৪ নভেম্বর, ২০২১
ছবি: একুশে সংবাদ

ভোলার বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়নে হঠাৎ করে কালবৈশাখী গতিতে নৌকা প্রতিকের প্রার্থী পরিবর্তন হওয়ার ঘটনা ঘটেছে। এতে জসিম হওলাদের পরিবর্তে  বর্তমান চেয়ারম্যান বিতর্কিত  কামরুল আহসানের নামে নৌকা প্রতীক বরাদ্দ হয়েছে। অন্যদিকে নৌকার প্রার্থী পরিবর্তন হওয়ায় এলাকায় ভোটারদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। 

এদিকে প্রচার-প্রচারণায় ব্যাস্ত সময় পার করছেন বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী জসিম হাওলাদার।  আজ  মঙ্গলবার (২৩ নভেম্বর)  বিকেলে মোটরসাইকেল (বাইক) যোগে ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে গণসংযোগে করেন তিনি।এতে টবগী ইউনিয়নে হাজার-হাজার মানুষ অংশগ্রহণ করেন। 


জসিম হাওলাদার  জানান,বাংলাদেশের উন্নয়নের রূপকার, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা, মাননীয় প্রধানমন্ত্রী নৌকা প্রতিকে প্রার্থী হিসেবে আমাকে মনোনয়ন দেয়।প্রধানমন্ত্রীর দোয়া নৌকা প্রতীকে আজ অব্দি নিজেকে  বহাল রেখে নির্বাচন করার আশা ব্যক্ত করছি। 

তিনি আরো বলেন, হঠাৎ করে সোমবার সন্ধ্যার পর থেকে  সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে দেখতে পাই কালবৈশাখী ঝড়ের গতিতে নৌকা প্রতিক টবগীর বর্তমান চেয়ারম্যান কামরুল আহসানের নামে বরাদ্দ হয়েছে। এতে আওয়ামী লীগের লোকজন সহ আমি বিচলিত নই।প্রধানমন্ত্রী দেওয়া নৌকা মার্কাকে সঙ্গে নিয়ে জনগনের উপর বিশ্বাসী রেখে চেয়ারম্যান পদে নির্বাচন করব।

আমি মনেপ্রাণে বিশ্বাস করি। টবগীর হাজার হাজার  জনতা আমাকে বিপুল ভোটে বিজয়ী করবেন ইনশাআল্লাহ।আজ আমার নির্বাচনি প্রচার প্রচারণায় হাজার - হাজার মানুষ অংশগ্রহণ করেছে। আমি  নির্বাচন থেকে পিছুপা হওয়ার  সুযোগ নেই।এখন জনগনই আমার আশা ভরসা এবং বিশ্বাস।


বিদ্রোহ ৪র্থ ধাপের ইউপি নির্বাচনে আগামী ২৩ ডিসেম্বর ভোলার বোরহানউদ্দিন উপজেলার ৭টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রতিক দিয়ে চেয়ারম্যান পদে (দলীয়) প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ড। আজ রোববার  দুপুরে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। নৌকার মনোনীত চেয়ারম্যান প্রার্থীরা হলেন- পক্ষিয়া  ইউনিয়নে মোঃ আবুল কালাম, টবগী ইউনিয়নে মোঃ জসিম হাওলাদার, হাসান নগর ইউনিয়নে মোঃ আবেদ চৌধুরী, কুতুবা ইউনিয়নে  বর্তমান চেয়ারম্যান মোঃ নাজমুল আহসান জোবায়েদ মিয়া, কাচিয়া ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান আলহাজ্ব আঃ রব কাজী, দেউলা ইউনিয়নে মোঃ শাহজাদা তালুকদার, বড়মানিকা ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান মোঃ জসিম উদ্দিন হায়দার।আওয়ামী লীগের মনোনীত এই ৭ জন প্রার্থী আগামী ২৩ ডিসেম্বর ৪র্থ ধাপের ইউপি নির্বাচনে নৌকা প্রতীকে চেয়ারম্যান পদে লড়বেন।

একুশে সংবাদ/এমআই/এএমটি

সারাবাংলা বিভাগের আরো খবর