সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

কোটালীপাড়ায় বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা

একুশে সংবাদ প্রকাশিত: ১১:৩২ এএম, ১৫ সেপ্টেম্বর, ২০২১

দেশের উত্তরাঞ্চলীয় বন্যার প্রভাবে চলমান প্রাকৃতিক দূর্যোগ বন্যা পরিস্থিতি ক্ষতিয়ে দেখতে মঙ্গলবার বিকেলে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার কলাবাড়ী, কুশলা, সাদুল্লাপুর ও রাধাগঞ্জ ইউনিয়ন পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার কৃষিবিদ ফেরদৌস ওয়াহিদ ও উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ নিটুল রায়।

এ সময় আরো উপস্থিত ছিলেন উপ সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার কৃত্তিবাস পান্ডে, উপ সহকারী কৃষি অফিসার রমেন্দ্রনাথ হালদার ও সুুধাংশু হালদার , কলাবাড়ীর ইউপি সদস্য সন্তোষ বাড়ৈ এবং এলাকার সাধারণ জনগন। 

পর্যবেক্ষণকালে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ নিটুল রায় বলেন - উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ  বন্যা পরিস্থিতি ক্ষতিয়ে দেখতে বের হয়েছি, আমরা  ইতিমধ্যে উপ সহকারী কৃষি অফিসারদের নির্দেশনা দিয়েছি বন্যা পরিস্থিতি ক্ষতিয়ে দেখে ফসলের ক্ষয়ক্ষতির রিপোর্ট প্রদান করতে। 

ক্ষয়ক্ষতির রিপোর্ট পেলে উর্ধতন  কতুপক্ষকে জানানো হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

সারাবাংলা বিভাগের আরো খবর