সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

চুয়াডাঙ্গায় ভ্রাম্যমাণ অভিযানে দুই মাদকসেবির জেল

একুশে সংবাদ প্রকাশিত: ০৬:০৮ পিএম, ১৪ সেপ্টেম্বর, ২০২১

মাদক সেবন করায় চুয়াডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতে দুই জনকে কারাদণ্ড প্রদান করা হয়েছে। আজ মঙ্গলবার(১৪ সেপ্টেম্বর) দুপুরে চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা জেলার সদর উপজেলার আমিরপুর গ্রামে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। 

আটককৃতরা হলো সদর উপজেলার মোমিনপুর ইউনিয়নের আমিরপুর রেলপাড়ার বাবুল হোসেনের ছেলে শাকিল হোসেন (২০) ও একই এলাকার আলম আলীর ছেলে কাজল আলী (২৪)। আটককৃতদের ভ্রাম্যমাণ আদালতে জেল ও জরিমানা করা হয়েছে। 

ভ্রাম্যমাণ আদালত সুত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুর ১ টার দিকে চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমানের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আব্দুল্লাহ আল মামুনসহ সঙ্গীয় ফোর্স সাকিল আলীর বাড়িতে অভিযান চালিয়ে ১৫ গ্রাম  গাঁজাসহ তাকে আটক করে। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমান ভ্রাম্যমাণ নিয়ন্ত্রণ আইনে ভ্রাম্যমাণ আদালতে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১শ' টাকা জরিমানা করেন। 

অপরদিকে,জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমানের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একই অভিযানিক টিম আমিরপুর রেলগেটে এলাকায় অভিযান চালিয়ে ১০ গ্রাম গাঁজাসহ কাজল আলীকে আটক করে। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমান ভ্রাম্যমাণ আদালতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১শ' টাকা জরিমানা করেন। 
সাজাপ্রাপ্ত মাদক সেবিদের জেল হাজতে পাঠানো হয়েছে। ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালিনায় সহযোগিতায় ছিলেন পেশকার আব্দুল লতিফ।

একুশে সংবাদ/নিলয়/আরিফ

সারাবাংলা বিভাগের আরো খবর