সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

সরকারী কলেজের টয়লেট থেকে নবজাতক শিশু উদ্ধার

একুশে সংবাদ প্রকাশিত: ১২:০৫ এএম, ৭ সেপ্টেম্বর, ২০২১

খাগড়াছড়ি সরকারী কলেজের টয়লেট থেকে নবজাতক এক কন্যা শিশু উদ্ধার করা হয়েছে। আজ সকাল সাড়ে ১১ টার দিকে শিশুটিকে উদ্ধার করা হয়।

প্রত্যক্ষদর্শীর সূত্র মতে জানা গেছে, সকাল সাড়ে এগারোটার দিকে কোন মা টয়লেটের কমোডে বাচ্চাটি প্রসব করে ফেলে চলে যায়। কলেজের অফিস সহায়ক রেনু ধর শিশু সন্তানদের কান্নার শব্দ শুনে টয়লেট থেকে উদ্ধার করে খাগড়াছড়ি মা ও শিশু হাসপাতালে নিয়ে যান। শিশুটি অসুস্থ থাকায় তাকে হাসপাতালে পরিচর্যা করা হচ্ছে।

শহর সমাজ সেবা কর্মকর্তা নাজমুল আহসান বলেন, অনেকে বাচ্চাটি দত্তক নেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছে। বাচ্চাটির পরিচয় নিশ্চিত না হওয়া গেলে যথাযথ আইনি প্রক্রিয়ায় বাচ্চাটিকে দত্তক দেওয়া হবে। খাগড়াছড়ি জেলা আধুনিক হাসপাতালে ডাক্তার রিপল বাপ্পী বলেন, বাচ্চাটি ভালো আছে, তাকে পরিচর্যা করা হচ্ছে।

অপর দিকে কলেজ কতৃপক্ষ থানায় সাধারন ডাইরী করেছে। যার সূত্র ধরে আদালতের মাধ্যমে ফায়সালা হবে। শেষ খবর পাওয়া পর্যন্ত শিশুর জন্য এক মারমা পরিবার আবেদন করেছে।

সারাবাংলা বিভাগের আরো খবর