সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

সবুজ আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ 

একুশে সংবাদ প্রকাশিত: ০১:০৫ পিএম, ৪ সেপ্টেম্বর, ২০২১

পরিবেশবাদী সংগঠন সবুজ আন্দোলন ২০১৮ সালের ১ সেপ্টেম্বর যাত্রা শুরু করে। সংগঠনটির ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সারা বাংলাদেশে আলোচনা সভা, কেক কাটা, দোয়া মাহফিল ও বৃক্ষরোপন কর্মসূচী অনুষ্ঠিত হচ্ছে। তারই ধারাবাহিকতায় সবুজ আন্দোলন যশোর জেলা কমিটির উদ্যোগে ঝিকরগাছার নাভারনে আকিজ কলেজিয়েট স্কুল প্রাঙ্গনে আলোচনা সভা ও বৃক্ষরোপন কর্মসূচীর আয়োজন করে। জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক দেশ সেরা উদ্ভাবক মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৭ নং নাভারণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শাহাজাহান আলী। প্রধান আলোচক ছিলেন সবুজ আন্দোলন যশোর জেলা কমিটির আহবায়ক সহকারী অধ্যাপক এনামূল কাদির শামিম।

প্রধান অতিথি মোঃ শাহজাহান আলী তার বক্তব্যে, যশোরের পরিবেশ বিপর্যয় রোধে সবুজ আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করছি। বিশেষ করে নাভারণ এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি, খাল-বিল দখলমুক্ত করতে সবুজ আন্দোলনের সাথে কাজ করব।

প্রধান আলোচক সহকারী অধ্যাপক এনামুল কাদির শামীম বলেন, আমাদের সংগঠন যশোর জেলায় পরিবেশ বিপর্যয় রোধে জনসচেতনতা তৈরিতে কাজ করছে। আগামীতে যশোর জেলার প্রত্যেকটি থানায় বৃক্ষরোপন কর্মসূচী বাস্তবায়ন করা হবে।

দেশ সেরা উদ্ভাবক মিজানুর রহমান বলেন, বৃক্ষ যার যার, অক্সিজেন সবার। কার্বন নিঃসরণ বন্ধ করে বৃক্ষরোপণ কর্মসূচি জোরদার করতে হবে। আন্তর্জাতিক জলবায়ু তহবিল আদায়ে সবুজ আন্দোলন কাজ করছে। যশোরের সর্বস্তরের জনগণের প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে বলতে চাই আসুন সবাই সবুজ আন্দোলনের নেতৃত্বে পরিবেশ বিপর্যয় রোধে কাজ করি।

আলোচনা সভা ও বৃক্ষরোপন কর্মসূচিতে  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ,রুপালি ব্যাংক কর্মকর্তাঃ মোঃ আব্দুর রাজ্জাক, আকিজ কলেজিয়েট স্কুলের প্রিন্সিপাল মোঃ আজিজুল হক, নাভারণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আমির হামজা, প্রভাষক উৎপল কুমার, প্রভাষক নাজমুল হোসেন, প্রভাষক ফয়সাল আহমেদ, প্রভাষক মোঃ রমজান আলি। এছাড়াও আরো উপস্থিত ছিলেন ছাত্র পরিষদের সদস্যবৃন্দ।

সারাবাংলা বিভাগের আরো খবর