সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

পাইকগাছায় পঞ্চম শ্রেনীর ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবককে এক বছরের সাজা

একুশে সংবাদ প্রকাশিত: ০৬:৫২ পিএম, ২২ আগস্ট, ২০২১

পাইকগাছায় পঞ্চম শ্রেনীর ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে ভ্রাম্যমান আদালতে যুবকের এক বছর  সাজা প্রদান করেছে উপজেলা নির্বাহী ম্যজিস্ট্রেট খালিদ হোসেন সিদ্দিকী। ঘটনাটি ঘটেছে উপজেলার গদাইপুর ইউনিয়নের কাজীপাড়া ক্রস রোড পুকুরপাড়ে। 

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এবিএম খালিদ হোসেন সিদ্দিকী জানান, রবিবার ভোর ৬টার দিকে গদাইপুর ইউপির  কাজীপাড়া ক্রসরোড এলাকায় পঞ্চম শ্রেনীর ছাত্রী মকতবে পড়তে আসছিল। এমন সময় চরমলই গ্রামের আলী আকবার মোড়লের পুত্র রুস্তম আলী মোড়ল (২৬)নামে এক যুবক মেয়েটির মুখ চেপে ধরে  শ্লীলতাহানির উদ্দেশ্যে বাগানের দিকে নেয়ার চেষ্টা করে। 

মেয়েটির ডাকচিৎকারে মসজিদ থেকে নামাজ শেষে বাড়িতে ফেরার পথে মুসল্লীরা চিৎকার শুনতে পায়। মসল্লীরা এগিয়ে গিয়ে মেয়েটিকে উদ্ধার করে এবং রস্তমকে আটক করে ইউনিয়ন পরিষদে নিয়ে আসে। পরে ইউনিয়ন পরিষদে ভ্রাম্যমান আদালত বসিয়ে যুবক রুস্তমকে শ্লীলতাহানি চেষ্টার অভিযোগে ৫০৯ ধারায় ১ বছরের বিনাশ্রম সাজা প্রদান করা হয়।

একুশে সংবাদ/বাবুল/আর

সারাবাংলা বিভাগের আরো খবর