সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

পলাশে ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত এক নারীর মৃত্যু

একুশে সংবাদ প্রকাশিত: ০৫:৫১ পিএম, ২৮ জুলাই, ২০২১

নরসিংদীর পলাশ উপজেলায় আশংকাজনক হারে বাড়ছে করোনাভাইরাস সংক্রমণ। প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা। এছাড়া গত ২৪ ঘন্টায় এ রোগে আক্রান্ত হয়ে রিজিয়া (৭৫) নামে এক বৃদ্ধ নারীর মৃত্যু হয়েছে। নিহত রিজিয়া উপজেলার বালিয়া গ্রামের বাসিন্দা ছিলেন। 

এছাড়াও ২৪ ঘন্টায় আরও ২০ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তদের মধ্যে ঘোড়াশাল পৌর এলাকার ১৪ জন, ডাংগা ইউনিয়নের ১ জন, চরসিন্দুর ইউনিয়নের ২ জন ও জিনারদী ইউনিয়নের ৩ জন।

আজ বুধবার বিকেলে পলাশ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ সাদিকুর রহমান আকন্দ এ তথ্য নিশ্চিত করে জানান, গতকাল মঙ্গলবার এক নারী আমাদের হাসপাতালে আসার পর জরুরি বিভাগে রেখে র‍্যাপিড এন্টিজেন টেস্ট করার পর তার করোনা সংক্রমণ ধরা পড়ে। পরে রাতে সেই নারী মারা যায়। মারা যাওয়ার আগে আক্রান্ত নারীর শ্বাসকষ্ট ছিলো।

পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সূত্রে জানা যায়, পলাশ উপজেলায় এ পর্যন্ত ১ হাজার ২৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে নতুন একজনসহ ৬ জনের মৃত্যু হয়েছে।


একুশে সংবাদ/সাব্বির/প

সারাবাংলা বিভাগের আরো খবর