সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

লকডাউন কার্যকর করতে কঠোর অবস্থানে পুলিশ

একুশে সংবাদ প্রকাশিত: ০৭:৫৬ পিএম, ২৯ জুন, ২০২১

বরিশালের বানারীপাড়ায় প্রাণঘাতি কোভিড-১৯ করোনা ভাইরাসের সংক্রমণ রোধে লকডাউনের বিধি নিষেধ কার্যকর  ও জনসচেতনতা সৃষ্টিতে ভূমিকা রাখছে থানা পুলিশ। ২৯ জুন মঙ্গলবার দিনভর থানার ওসি মোঃ হেলাল উদ্দিনের নেতৃত্বে পৌর শহরের রায়েরহাট ব্রিজের ঢাল,টিঅ্যান্ডটি মোড়,ফেরীঘাট ও বন্দরবাজারসহ  উপজেলার বিভিন্ন এলাকায় চেকপোষ্ট বসিয়ে গনপরিবহন চলাচল বন্ধ করা ও মাস্ক ব্যবহার নিশ্চিত করা সহ স্বাস্থ্যবিধি মেনে চনতে সচেতনতামূলক মাইকিং করা হয়।

এ প্রসঙ্গে বানারীপাড়া থানার ওসি মোঃ হেলাল উদ্দিন বলেন, করোনাভাইরাসের সংক্রমণ রোধে লকডাউন কার্যকর করতে কঠোর অবস্থানে থাকবে পুলিশ।  এদিকে প্রাণঘাতি করোনা ভাইরাসের বিস্তার রোধে থানার  ওসি মোঃ হেলাল উদ্দিনের  কঠোর  এ পদক্ষেপকে বানারীপাড়া প্রেসক্লাব নেতৃবৃন্দসহ স্থানীয় সচেতনমহল সাধুবাদ জানিয়েছেন ।

 

 

একুশে সংবাদ/রাহাদ 


 

সারাবাংলা বিভাগের আরো খবর