সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

ঘোড়াঘাটে  বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

একুশে সংবাদ প্রকাশিত: ০৪:৩৪ পিএম, ১৬ মার্চ, ২০২১

“বিট পুলিশং বাড়ি বাড়ি, নিরাপত্তা সমাজ গড়ি - আপনার পুলিশ আপনার পাশে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের ঘোড়াঘাটে ৩ নং বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৬ মার্চ) দুপুর ১২টায় ঘোড়াঘাট উপজেলার ৩নং ইউনিয়ন পরিষদ ও ৩নং বিট পুলিশের আয়োজনে পরিষদ প্রাঙ্গণে ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান মন্ডলের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, ঘোড়াঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রাফে খন্দকার সাহানশা, ঘোড়াঘাট থানা অফিসার ইনচার্জ (ওসি) আজিম উদ্দিন।

অনুষ্ঠানে ঘোড়াঘাট থানার এস আই মতিউর রহমানের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সাংবাদিক মনোরঞ্জন মোহন্ত ভুট্টু, ৩ নং বিট ইনচার্জ এসআই ফারুকুজ্জামান, সহকারী বিট ইনচার্জ এসআই আবুল হাসেম, সহকারী বিট ইনচার্জ এএসআই সাব্বির হোসেন,  ইউপি সদস্য আব্দুল মালেক, মোফাজ্জল হোসেন প্রমুখ। 

আলোচনা সভায় বক্তারা সন্ত্রাস, মাদক, ইভটিজিং, সাইবার বুলিং, কিশোর গ্যাং, বাল্য বিবাহ ও যৌতুক প্রতিরোধকল্পে নান ধরনের আলোচনা করেন। এছাড়াও অনুষ্ঠানে ইউনিয়নের জনসাধারন, উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়াকর্মী সহ অনেকে উপস্থিত ছিলেন।

একুশে সংবাদ / মনোরঞ্জন / এস 

সারাবাংলা বিভাগের আরো খবর