সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

কোটালীপাড়ায় র্যালী ও  আলোর ফাঁদ উৎসব অনুষ্ঠিত 

একুশে সংবাদ প্রকাশিত: ০৯:২০ পিএম, ২৩ ফেব্রুয়ারি, ২০২১

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় র্যালী ও আলোর ফাঁদ উৎসব অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার উপজেলার সাদুল্যাপুর উনিয়নের লাটেঙ্গা গ্রামে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নিটুল রায়ের সভাপতিত্বে ও উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা কৃত্তিবাস পান্ডের উদ্যগে সন্ধ্যায় র্যালী ও আলোর ফাঁদ উৎসব অনুষ্ঠিত হয়।

এসময় আরো উপস্থিত ছিলেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা করুনা বৈদ্য, স্বপন মহালদার , বিজন দত্ত, পার্থপ্রতিম বৈদ্য, বিকাশ সরকার, ছাত্র নেতা রাজীব বিশ্বাস ও স্থানীয় কৃষাণ-কৃষাণী বৃন্দ।

উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা কৃত্তিবাস পান্ডে বলেন,সুযোগ্য টীমফাইটার  উপজেলা কৃষি কর্মকর্তা স্যারের নেতৃত্বে আজকে রেলি ও আলোর ফাঁদ উৎসব অনুষ্ঠিত হয়েছে, এই আলোর ফাঁদ উৎসবে মূল বিষয় হল বোরো ধানে কি পরিমান ক্ষতিকারক পোকামাকড় আছে তা আমরা এই আলোর ফাঁদ স্থাপনের মাধ্যমে জানতে পেরেছি। 

তাই এই আলোর ফাঁদ স্থাপনে কৃষকরা যেন কীটনাশক ব্যবহার না করে  ক্ষতিকারক পোকামাকড় দমন করতে পারে তার পরামর্শ দেয়া হয়।

উপজেলার কৃষি কর্মকর্তা কৃষিবিদ নিটুল রায় বলেন, আমাদের উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা কৃত্তিবাস পান্ডের উদ্যগে আজকে এখানে আলোর ফাঁদ উদ্বোধন করা হয়েছে।

আলোর ফাঁদের মূল বিষয়টি হল ক্ষতিকর পোকামাকড় উপস্থিতি নির্ণয়ের জন্য সাধারণত আলোর ফাঁদের করা হয়ে থাকে ।
বোরো মৌসুমে বিভিন্ন ক্ষতিকর পোকামাকড় দমনে আলোর ফাঁদ দেয়ার পরামর্শ দিয়েছি।  
তাছাড়া কৃষক যেন এলোমেলো কীটনাশক ব্যবহার না করে সঠিক কীটনাশক ব্যবহার করে সে বিষয়ে পরামর্শ প্রদান করা হয়।
উপজেলার ১২ টি ইউনিয়নে ২৫ হাজার হেক্টর জমিতে এই বোরো ধানের চাষ করা হয়েছে। তাই সবাই যেন ক্ষতিকর পোকামাকড় দমন করতে আলোর ফাঁদ ব্যবহার করে।

অনুষ্ঠানটি আয়োজনে ছিল উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কোটালীপাড়া।


একুশে সংবাদ/সু.ব/আ

সারাবাংলা বিভাগের আরো খবর