সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

মধ্যরাত থেকে ফেরি চলাচল বন্ধ

একুশে সংবাদ প্রকাশিত: ০৯:৩০ এএম, ২২ জানুয়ারি, ২০২১

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ থাকায় তীব্র শীতে চরম দুর্ভোগে পড়েছে ফেরীতে ও দুই পাড়ে আটকে পড়া যাত্রী ও ড্রাইভাররা। ঘন কুয়াশার কারণে ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে আসায় দুর্ঘটনা এড়াতে গত মধ্যরাত থেকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রেখেছে কর্তৃপক্ষ।

শুক্রবার (২২ জানুয়ারি) সকাল ৭টার দিকে ফেরি চলাচল বন্ধ হওয়ার এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) আরিচা ঘাট সেক্টরের ডিজিএম জিল্লুর রহমান।

তিনি গণমাধ্যমকে বলেন, মধ্যরাতের পর থেকে পদ্মানদীতে কুয়াশার প্রকোপ বাড়তে থাকে। রাত ২টা ২০মিনিটের দিকে ঘন কুয়াশার মার্কিং বাতির আলো অস্পষ্টতার কারণে মাঝপদ্মায় ৪ থেকে ৫টি ফেরি আটকা পড়ে। দুর্ঘটনা এড়াতে রাত আড়াইটা থেকে মানিকগঞ্জের পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। কুয়াশার প্রকোপ কমালে ১৬টি ফেরি দিয়ে এ নৌরুটে যানবাহন ও যাত্রী পারাপার করা হবে বলেও জানান তিনি।


একুশে সংবাদ/ক/আ

সারাবাংলা বিভাগের আরো খবর