সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

বরিশালে তিন দিন ব্যাপী ‘সিডিএমএস প্রশিক্ষণ’ এর উদ্বোধন

একুশে সংবাদ প্রকাশিত: ০৭:৩৪ পিএম, ১৭ জানুয়ারি, ২০২১

বরিশালে ইনসার্ভিস ট্রেনিং সেন্টার আয়োজিত ৩ দিন ব্যাপী ‘সিডিএমএস প্রশিক্ষণ’ শুরু হয়েছে। প্রশিক্ষণে বরিশাল রেঞ্জের থানাসমূহ থেকে ইন্সপেক্টর ও সাব-ইন্সপেক্টরা উপস্থিত থাকেন।

আজ রোববার (১৭ জানুয়ারি) ইনসার্ভিস ট্রেনিং সেন্টারে মোঃ শফিকুল ইসলাম বিপিএম(বার) উপদ্বোধন করেন। ওই সময় ডিআইজি মহোদয় উপস্থিত প্রশিক্ষণার্থীদের তদন্তের মান উন্নয়ন ও আধুনিকায়নে সিডিএমএস এর গুরুত্ব সম্পর্কে বিস্তরিত আলোচনা করেন। তিনি সিডিএমএসে মামলা এন্ট্রির জন্য বাংলা টাইপের দক্ষতা বৃদ্ধির জন্য গুরুত্ব আরোপ করেন।

তিনি আরো বলেন, তদন্তের প্রতিটি ধাপে বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরন করতে হবে। তদন্তের ক্ষেত্রে বিষেশায়িত প্রশিক্ষণের মাধ্যমে প্রাপ্ত জ্ঞানকে কাজে লাগাতে হবে। প্রতিটি পুলিশ সদস্যকে সততা ও পেশাদারিত্বের সাথে কাজ করার জন্য আহবান জানান। 

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত ডিআইজি রেঞ্জ কার্যালয়, পুলিশ সুপার রেঞ্জ কার্যালয়,  ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, বরিশাল এর কমান্ড্যান্ট সহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

একুশে সংবাদ/ সুকা.অ/এস

সারাবাংলা বিভাগের আরো খবর