সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

পঞ্চগড়ে পৌর নিবার্চনের ইসতেহার ঘোষণা

একুশে সংবাদ প্রকাশিত: ০৫:০২ পিএম, ১৫ ডিসেম্বর, ২০২০

আগামী ২৮ ডিসেম্বর পঞ্চগড় পৌর নির্বাচনে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী জাকিয়া খাতুন নির্বাচন কেন্দ্রীক সংবাদ সম্মেলন করেছেন। এসময় সংবাদ সম্মেলনে নির্বাচনী ইসতেহারও ঘোষণা করেন তিনি।

মঙ্গলবার (১৫ডিসেম্বর) দুপুরে পঞ্চগড় শহরের রাজনগর প্রার্থীর নিজ বাসভবনে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলন লিখিত বক্তব্য পাঠ করেন সাধারণ সম্পাদক জেলা মহিলা আওয়ামীলীগ, সদস্য কেন্দ্রীয় কমিটি, বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের জাকিয়া খাতুন।   

লিখিত বক্তব্যে তিনি বলেন আমি পৌরবাসির জন্য কাজ করতে চাই। সেই লক্ষে আবারো আমাকে প্রধান মন্ত্রী নৌকা প্রতিক দিয়েছে । পৌরবাসী আমাকে ভোট দিয়ে মেয়র নিবার্চিত করলে পৌরসভাকে আমি তিলোত্তমা হিসেবে গড়ে তুলবো। 

তিনি আরো বলেন পঞ্চগড় পৌরসভাকে আমি একটি মডেল পৌরসভায় রূপান্তর করতে চাই। পৌরসভার সব নাগরিক সুযোগ সুবিধা বাড়িয়ে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে পৌরবাসীর সেবা প্রাপ্তি সহজ করতে নানামুখী কার্যক্রম হাতে নিবো। 

পৌরবাসীকে সাথে নিয়ে মাদকের বিরুদ্ধে অভিযান থাকবে বলে জানান। তিনি আরো জানান, সারাদেশের ন্যায় পঞ্চগড় পৌরসভা নিবার্চন প্রথম ধাপেই অনুষ্ঠিত হবে। 

এবারেই প্রথম পঞ্চগড় পৌরসভায় ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহন হবে। তবে সাধারণ মানুষদের সচেতন করা হবে। ভোটাররা যদি কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারে তাহলে আমি বিপুল ভোটে নিবার্চিত হবো। 

আশাকরি পঞ্চগড় পৌরবাসী আমার ভালো কাজের মূল্যায়ন করবে। আমার বিশ্বাস সুষ্ঠ ও শান্তি পূর্ণভাবে ভোট গ্রহণ হলে পৌরবাসী আমাকে মেয়র হিসেবে নির্বাচিত করবেন। 

এসময় বর্তমান মেয়র ও বিএনপির প্রার্থী তৌহিদুল ইসলামের বিভিন্ন কর্মকান্ড তুলে ধরে নৌকাকে বিজয় করতে সহযোগীতার হাত বাড়াতে বলেন।

এসময় জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আবু তোয়াবুর রহমান,জেলা আওয়ামীলীগেরে যুগ্ন সাধারণ সম্পাদক আবু সারোয়ার বকুল,পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর উজ্জলসহ প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সংবাদ কর্মীরা উপস্থিত ছিলেন ।

একুশে সংবাদ/ডি.জ/এস
 

সারাবাংলা বিভাগের আরো খবর