সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

মানুষকে ভালোবেসে মানবতা বাড়াতে হবে -নিক্সন চৌধুরী

একুশে সংবাদ প্রকাশিত: ০৯:১২ পিএম, ২৬ মার্চ, ২০২৪

বিদেশে গেলে মানুষ বাংলাদেশীদের আতিথীয়তা ও মানবিকতার গল্প বলতো। এখন দেশের মানুষের মাঝে মানবিকতা কমে গেছে। এজন্য মানুষকে ভালোবাসতে হবে।

মঙ্গলবার (২৬ মার্চ) রাজধানীর নয়া পল্টনে একটি রেস্টুরেন্টে পবিত্র মাহে রমজান উপলক্ষে ‍‍`ঢাকাস্থ ভাঙ্গা উপজেলা ব্যবসায়ী কল্যাণ সমিতি‍‍`র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় ফরিদপুর-৪ (ভাঙ্গা- সদরপুর, চরভদ্রাসন) আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী (নিক্সন) এসব কথা বলেন।

তিনি বলেন,  বাংলাদেশের মানুষ অনেক শান্তিতে আছে। আন্তরিকতার কোন অভাব নেই বাংলাদেশের মানুষের। তবে বর্তমানে আন্তরিকতার অভাব রয়েছে। নেতৃত্ব মানে শুধু উন্নয়ন নয়। সঠিক নেতৃত্বের দরকার রয়েছে। উন্নয়ন করব পাশাপাশি নিজেদের মানবিকতা ধরে রাখব। মানুষকে ভালবাসতে হবে, পাশাপাশি মানবিকতা বাড়াতে হবে। 

নিক্সন চৌধুরী বলেন, আগামী চেয়ারম্যান নির্বাচনে ভাঙ্গায় নেতৃত্ব দিতে হলে সাধারণ জনগনের ভোটে জয়ী হতে হবে। আমি এমপি নির্বাচনে বুঝতে পেরেছি, আমার বিপক্ষে এতো ষড়যন্ত্র হওয়ার পরেও সাধারণ জনগন আমাকে ভোট দিয়ে এমপি বানিয়েছে। সাধারন মানুষের ভোটে জয়ী হওয়া ছাড়া বিকল্প কোন পথ হাতে নেই। আপনারা এলাকার সাধারণ মানুষের কাছে যান। তাদের সাথে মিশুন, তাহলেই আপনারা আগামী দিনে নেতৃত্ব দিতে পারবেন। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শাহাদাৎ হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকাস্থ ভাঙ্গা উপজেলা ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি এম এম এ বাশার। পরিচালনা করেন সাধারণ সম্পাদক মোঃ মশিউর রহমান পলাশ। 

এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সিনিয়র সহ সভাপতি এস এম হাবিবুর রহমান, সহ-সভাপতি শাহজাহান হাওলাদার, মোঃ আজম আলী, মোঃ মিজানুর রহমান ভূলু, মোঃ আবুল বাশার মিয়া, শ্রী গৌতম কুমার দাস, মোঃ ইদ্রিস মাতব্বর ও সাহিদ রেজা বাচ্চু, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ খোকন মিয়া, সহ-সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান অনিক, মোঃ নাসির উদ্দিন, হেদায়েত হোসেন বাচ্চু ও এস এম রেজাউল করিম, অর্থ সম্পাদক আবুল কালাম আজাদ, সহ-অর্থ সম্পাদক আবদুস সামাদ, সাংগঠনিক সম্পাদক মোঃ পলাশ মিয়া, সহ-সাংগঠনিক সম্পাদক এস এম জাহিদ সিকদার, প্রচার সম্পাদক মোঃ কবির হোসেন তালুকদার, সহ-প্রচার সম্পাদক আরিফিন মতিন, দপ্তর সম্পাদক আঃ কাইয়ুম, সমাজ কল্যান সম্পাদক নাঈম হোসেন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক বাবুল মিয়া, সহ-ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রাসেল হোসেন হৃদয়, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কাজী হাবিবুর রহমান, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শ্রী সদানন্দ সাহা (আকাশ), ধর্ম বিষয়ক সম্পাদক মৌলানা নুরুল ইসলাম, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক হাকীম মোঃ জামাল হোসেন, সদস্য সহিদুল ইসলাম, মোঃ জাহিদুর রহমান (রিয়ন), মোঃ মাসুদ মুন্সি, মোঃ জাহাঙ্গীর আলম, মাহাবুব মোর্শেদ বুলু, আজিজুল হক (মির্জা সেলিম), মোঃ আলী ও মোঃ মিজানুর রহমান মিঠু ও বিশিষ্ঠ ব্যাবসায়ী হাজী মোহাম্মদ ইদ্রিস আলী সহ সমিতির ব্যবসায়ীরা।
 

এছাড়াও ওই এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

 

একুশে সংবাদ/বিএইচ

রাজধানী বিভাগের আরো খবর