সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

বঙ্গবন্ধুর জন্মদিনে সবুজ বিদ্যাপীঠ স্কুলে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা

একুশে সংবাদ প্রকাশিত: ১২:৫৭ পিএম, ১৭ মার্চ, ২০২৪

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মদিনে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা, আলোচনা-দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

রোববার (১৭ মার্চ) বেলা ১১ টায় সবুজ বিদ্যাপীঠ স্কুল এণ্ড কলেজের জয়বাংলা অডিটোরিয়ামে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।  

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে প্রথম হয়েছেন ১০ শ্রেণির ছাত্রী জান্নাতুল ফেরদৌস ফাইজা, দ্বিতীয় হয়েছেন ১০ শ্রেণির ছাত্রী মারদিয়া রহমান বুশরা এবং তৃতীয় হয়েছেন ৯ ম শ্রেণির ছাত্রী মিফতাহুল জান্নাত মাইশা। তাদের হাতে পুরুষ্কার তুলে দেন ৪৮ নং ওয়ার্ড কাউন্সিল ও স্কুলের সভাপতি হাজী আবুল কালাম অনু।

অনুষ্ঠানে জাতির জনকের বিদেহী আত্মার মাগফেরাত এবং জাতির অব্যাহত সমৃদ্ধি ও মঙ্গল কামনা করে দোয়া করা হয়।

৪৮ নং ওয়ার্ড কাউন্সিল হাজী আবুল কালাম অনুর সভাপতিত্বে ও সবুজ বিদ্যাপীঠের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মুহাম্মদ রিয়াজুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন বিদ্যালয়ের চীফ ইনচার্জ মো: মানজারুল ইসলাম ও সাবেরা সুলতানা,তাসলীমা আকৃতার, শিক্ষক কল্যান পরিষদের সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার, সংরক্ষিত মহিলা সদস্য আসমাউল হুসনা মুক্তা,ফরহাদ হোসেন, মো: ওমর ফারুক,মো: আলামিন প্রমূখ। 

 

একুশে সংবাদ/এনএস

রাজধানী বিভাগের আরো খবর